একনজরে আইপিএল ২০২০ঃ রাজস্থান রয়্যালস
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅতীতের খতিয়ান
উদ্বোধনী আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। যেবার কোচ-কাম-অধিনায়ক ছিলেন কিংবদন্তি শেন ওয়ার্ন। কিন্তু পরের আইপিএলের প্রথম ম্যাচেই মাত্র ৫৮ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। তারপর থেকে কোনওদিন আর সেই জায়গায় ফিরতে পারেনি টিম ‘হাল্লা বোল’। পরবর্তীকালে ২০১৩ সালে প্লে-অফে তৃতীয় স্থান পেয়েছিল। ২০১৫ ও ২০১৮ সালে তারা চতুর্থ হয়েছিল। এখনও অবধি ১৪৩ টি ম্যাচের মধ্যে ৭১ টি ম্যাচ জিতেছে তারা। যদিও দু’বছর আইপিএল খেলতে পারেনি রাজস্থানের দলটি। ২০১৭ এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের মতো রাজস্থানও নির্বাসিত ছিল।
একবার ২১৬ তাড়া করে জেতার রেকর্ড আছে। শেন ওয়াটসন ৭৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটের রেকর্ড করেছেন। তবে দলের শতরানকারীরা কেউ এবারে নেই। আইপিএলে চারটি হ্যাটট্রিক রয়েছে রাজস্থানের ক্রিকেটারদের নামে
এবারের দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), অঙ্কিত রাজপুত, বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার, মহীপাল লোমরর, আকাশ সিং, মনন ভোহরা, মায়াঙ্ক মার্কণ্ডে, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারন, রবিন উথাপ্পা, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, আকাশ সিং, কার্তিক ত্যাগী, ডেভিড মিলার, ওশেন টমাস, জয়দেব উনাদকট, অনিরুদ্ধ জোশি, টম কুরান, এবং অ্যান্ড্রু টাই।
ডিরেক্টর অফ ক্রিকেট – জুবিন ভারুচা, কোচ- ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ- অমল মজুমদার, বোলিং কোচ- সাইরাজ বাহুতুলে, মেন্টর- শেন ওয়ার্ন, ইউথ ডেভেলপমেন্ট – লিজা স্থালেকর।
শক্তি
স্টিভ স্মিথের ব্যাটিং ও অধিনায়কত্ব নিঃসন্দেহে রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় শক্তি। এছাড়া রয়েছেন বেন স্টোকসের মতো অলরাউন্ডার। যিনি ব্যাটে-বলে ম্যাচের চেহারা বদলে দিতে পারেন। দলের সম্পদ জোফ্রা আর্চারের বোলিং। মিডল অর্ডারে দলের বড় ভরসা সঞ্জু স্যামসন এবং উত্থাপ্পার মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান। চমক দিতে পারেন যশস্বী জয়সওয়ালের মতো নবীন প্রতিভারা।
দুর্বলতা
ওপেনিং নিয়ে কিছুটা চিন্তা থাকছে। মিডল অর্ডারে বিদেশি তারকাদের ভিড়। স্মিথ, স্টোকস, বাটলার, মিলার প্রথম একাদশে থাকলে বোলিং বিভাগকে বিদেশি ছাড়াই নামতে হবে। ফলে টিম কম্বিনেশন মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। দলের স্পিন বিভাগ খুবই দুর্বল।
এক্স ফ্যাক্টর
নিঃসন্দেহে বেন স্টোকস। এই মূহুর্তে সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার। টেল-এন্ডারদের নিয়েও ম্যাচ বের করে দিতে পারেন। স্টক বলে বিপাকে ফেলতে পারেন ব্যাটসম্যানদের।