চার উইকেট নিয়ে ব্যাঙ্গালোরকে ভাঙলেন রাবাদা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কটানা ছ’ম্যাচে হার। এবছরের মতো আইপিএল অভিযান একরকম শেষ। স্বভাবতই মুষড়ে পড়েছেন বিরাট কোহলি। রবিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে চার উইকেটে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বলছেন, “সুযোগ কাজে লাগাতে না পারলে মুশকিল। প্রতিদিন হারের জন্য অজুহাত দেওয়া যায় না। প্রয়োজনের সময়ে আমরা যেভাবে সুযোগ নষ্ট করেছি সেটা মেনে নেওয়া যায় না।“
এদিন প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালোর। দলের পক্ষে সর্বোচ্চ কোহলির ৩৩ বলে ৪১ রান। আশ্চর্যভাবে, এদিন বেশি স্ট্রাইকই পাননি কোহলি। ৩৩ বল খেলতে ক্রিজে ছিলেন ১৭ ওভার। এছাড়া, বলার মতো রান মইন আলি (১৮ বলে ৩২) এবং অক্ষদীপ নাথের (১৪ বলে ১৯)। মাত্র ২১ রান দিয়ে চার উইকেট নিয়ে কোহলিদের ইনিংসকে ভাঙতে মুখ্য ভূমিকা নেন কাগিসো রাবাদা। যার মধ্যে রয়েছে কোহলি এবং এ বি ডে’ভিলিয়ার্সের উইকেট। চলতি আইপিএলে এই নিয়ে তাঁর শিকারের সংখ্যা ১১। বেগুনি টুপিও আপাতত দক্ষিণ আফ্রিকান পেসারের দখলে। দিল্লি ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই ছ’উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের (৫০ বলে ৬৭)। তবে দিল্লি ইনিংসের প্রথম ওভারেই শ্রেয়সের ক্যাচ ফস্কান পার্থিব পটেল। না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। কোহলির কথাতেও তারই ইঙ্গিত। বলছেন, “শুকনো, নিচু বাউন্সের উইকেট ছিল। এখানে ১৬০-১৬৫ যথেষ্ট ভালো রান। ১৫০ রান নিয়েও লড়াই করা যেত। কিন্তু এভাবে সুযোগ নষ্ট করলে তার খেসারত দিতেই হবে।“