• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গেইল-রাহুল যুগলবন্দিতেই ভরসা রাখছে পাঞ্জাব

একনজরে আইপিএল ২০২০ঃ কিংস ইলেভেন পাঞ্জাব 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অতীতের খতিয়ান

প্রথম আইপিএলে তৃতীয় স্থান পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৪ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল এছাড়া, কোনওবারেই পাঞ্জাবের পারফরম্যান্স বলার মতো নয় ১৭৬ টি ম্যাচের মধ্যে মাত্র ৮২ টিতে জয় পেয়েছে তারা। একমাত্র দিল্লি ছাড়া কারোর বিরুদ্ধে ভালো পারফরম্যান্স নেই ১৩ বার দুশোর গণ্ডি পেরিয়েছে তারা। কিন্তু তবুও জয় অধরা থেকে গিয়েছে পাঞ্জাবের। ১১ টি শতরান রয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানদের নামে। সর্বোচ্চ রান সংগ্রাহক শন মার্শ দলে নেই ১২০০-এর বেশি রান করা গ্লেন ম্যাক্সওয়েল এবং অধিনায়ক কে এল রাহুলকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে পাঞ্জাব। সর্বোচ্চ উইকেটশিকারি পীযূষ চাওলাও (৮৭) দলে নেই। ভালো ফলের আশায় প্রত্যেকবারই দলে বেশকিছু পরিবর্তন করেছে পাঞ্জাব। ফলে থিতু হওয়া ক্রিকেটারের সংখ্যা কম।

এবারের দল

কে এল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, মুরুগান অশ্বিন, শেল্ডন কটরেল, ক্রিস গেইল, কৃষ্ণাপ্পা গৌতম, হরপ্রীত ব্রার, দীপক হুডা, ক্রিস জর্ডন, সরফরাজ খান, মনদীপ সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ শামি, মুজিব উর রহমান, করুণ নায়ার, দর্শন নালপাতে, জেমস নিশ্যাম, নিকোলাস পুরান, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই, সিমরন সিং, জগদীশ সূচিত, তাজিন্দার সিং, হার্ডাস ভিলিয়োয়েন

কোচ- অনিল কুম্বলে, সহকারী কোচ- অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ- ওয়াসিম জাফর, বোলিং কোচ- শার্ল ল্যাঙ্গভেল্ড, ফিল্ডিং কোচ- জন্টি রোডস, ফিজিও- অ্যান্ড্রু লিপাস

শক্তি

ব্যাটিং-এর আতসবাজিই দলের মূল ভরসা। শুরুতে ঝড় তোলার জন্য এবারও দলের বাজি ক্রিস গেইল। মিডল ওভার এবং ডেথ ওভারে খেলার রঙ বদলে দিতে পারেন রাহুল এবং ম্যাক্সওয়েল। মুজিবের ধুরন্ধর অফস্পিন শুরুতে অকেজো করে দিতে পারে বিপক্ষ ওপেনারদের। নজর কাড়তে পারেন করুন নায়ার ও মায়াঙ্ক আগরওয়াল। নিচু বাউন্সের উইকেটে কার্যকরী হতে পারেন নিকোলাস পুরন।

দুর্বলতা

দলের মূল সমস্যা ধারাবাহিকতার অভাব। গেইলের উপর অত্যধিক নর্ভর করার প্রবণতা বিপদ ডেকে আনতে পারে। সংযুক্ত আরব আমিরশাহির পিচে মহম্মদ শামির মতো বোলারের উপস্থিতি ব্যুমেরাং হয়ে যেতে পারে। দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁদের আইপিএলের মতো বিশ্বমানের প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা কম।  

এক্স ফ্যাক্টর

গ্লেন ম্যাক্সওয়েল। টি-২০ ফর্ম্যাটের জন্য ছাঁচে ঢালা ক্রিকেটার। ব্যাট হাতে যমন বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন, সেরকমই বল হাতেও কার্যকরী। ক্ষিপ্র ফিল্ডার। রাহুলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন অজি তারকা।

     

বিজ্ঞাপন

Goto Top