• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেন্নাইয়ের জয় আনলেন দু প্লেসি-রায়াডু

ফের হার দিয়ে আইপিএল শুরু মুম্বইয়ের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মধুর প্রতিশোধ। ২০১৯ আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাটকীয়ভাবে এক রানে হেরে গিয়েছিল ধোনি অ্যান্ড কোং। আর ২০২০ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সেই হারের বদলা নিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ন’উইকেটে ১৬২ রান তুলেছিল মুম্বই। জবাবে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।

দলের জয়কে এদিন সামনে থেকে নেতৃত্ব দিলেন আম্বাতি রায়ুডু। নেপথ্যে তাঁর ৪৮ বলে ৭১ রানের ইনিংস। রায়ুডুর সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করলেন ফ্যাফ দু প্লেসিও। লং-অফ বাউন্ডারিতে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে নিলেন দু’টি আসাধারণ ক্যাচ! তাতেই ডা-আউটে ফিরলেন সৌরভ তিওয়ারি (৪২) এবং হার্দিক পাণ্ড্য (১৪)। ব্যাট হাতেও দুর্দান্তভাবে পালন করলেন ‘শিট অ্যাঙ্কর’-এর ভূমিকা। ৪৪ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটসম্যান। বল হাতে নজর কেড়েছেন লুঙ্গি এনগিডি (৩/৩৮), পীযূষ চাওলা (১/২১) এবং স্যাম কুরান (১/২৮)। পরে ব্যাট হাতেও মাত্র ছ’বলে ১৮ রান করে চেন্নাইয়ের জয়ের রাস্তা পোক্ত করে দেন কুরান।

অথচ মুম্বইয়ের শুরুটা একেবারেই খারাপ হয়নি। রোহিত শর্মা ২০২০ আইপিএলের প্রথম বলটাই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। প্রথম চার ওভারে ধোরনি দাড়ির ছাঁটের মতোই অগোছালো লাগছিল চেন্নাইকে। কিন্তু তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকে তারা। মাঝের ওভারগুলিতে সেভাবে কোনও জুটিই গড়তে পারেনি মুম্বই। আর সেখানেই বাজিমাত করে গেল চেন্নাই। দলীয় ছ’রানের মধ্যে আউট দুই ওপেনার। কিন্তু তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন রায়াডু এবং দু প্লেসি। নিট ফল, হার দিয়ে আইপিএল শুরু করার ধারা অব্যাহত রাখল টিম রোহিত।

     

বিজ্ঞাপন

Goto Top