• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অভিজ্ঞতা কাজে লাগিয়েই বাজিমাত, বলছেন মাহি

ধোনির ক্রিকেটবুদ্ধির প্রশংসায় সানি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

“রোহিত শর্মার জন্য মুম্বই রয়েছে। বিরাট কোহলির জন্য দিল্লি আর বেঙ্গলুরু রয়েছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনির জন্য রয়েছে গোটা ভারত।“ এভাবেই চেন্নাই সুপার কিংস অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সুনীল গাভাসকর। নেপথ্যে অধিনায়ক মাহির দুরন্ত ক্রিকেট-মস্তিষ্ক। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের জন্য দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। ক্রিকেট অনুরাগীরা ভেবেছিলেন, আন্ত্ররজাতিক ক্রিকেট থেকে সদ্য ‘প্রাক্তন’ হয়ে যাওয়া ধোনি আসবেন আবু ধাবির ২২ গজে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চেন্নাই ডাগ-আউট থেকে বেরিয়ে আসেন স্যাম কুরান। ছ’বলে ১৮ রান করে তিনিই নিশ্চিত করে দেন ধোনি অ্যান্ড কোং-এর জয়। যে প্রসঙ্গে সিএসকে অধিনায়ক বলছেন, “সকলে বিষয়টি নিয়ে আলোচনা করছে। আসলে এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন হয়। ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন থাকে। তারপরেই এই অভিজ্ঞতা অর্জন করা যায়। যে একাদশ নিয়ে মাঠে নামছি সেই দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মিশেল থাকা দরকার। আইপিএলের সময় তরুণ ক্রিকেটাররা ৬০-৭০ দিন সিনিয়রদের সঙ্গে কাটানোর সুযোগ পায়। সেই অভিজ্ঞতা তাদের কাজে লাগে।“

সংযুক্ত আরব আমিরশাহির শুকনো পিচ নিয়ে প্রচুর আলোচনা চলছে বিশেষজ্ঞ মহলে। কিন্তু এই পিচেও কীভাবে পারফর্ম করা যায় তার দাওয়াই বাতলেছেন এমএসডি। তাঁর মত, “ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়ার আগে পর্যন্ত কিছুটা সুইং আদায় করতে পারে বোলাররা। সেই সময় উইকেট হাতে রেখে খেলতে পারলেই ম্যাচে এগিয়ে থাকা যায়।“ তারপরেই যোগ করছেন, “আমাদের দলে অনেক খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তার জন্যই দলে চোটের সমস্যা নেই।“ আন্ডারডগ হিসাবে শুরু করেও গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় হাসিল করার জন্য দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন ধোনি।

     

বিজ্ঞাপন

Goto Top