অন্যান্য মোবাইল পরিসেবা গ্রাহকরাও অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅন্যান্যবারের মতোই এবারও আইপিএলের মরশুমে দর্শকদের জন্য বিশেষ অফার নিয়ে এল জিও। ‘জিও ক্রিকেট প্লে অ্যালং’ নামের এই প্রতিযোগিতায় দর্শকদের জন্য থাকছে একগুচ্ছ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। প্রত্যেক ম্যাচের আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে এই পুরস্কার জিততে পারবেন দর্শকরা। এছাড়াও, থাকছে দৈনিক পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। শুধুমাত্র জিও-র গ্রাহকরাই নন, অন্যান্য মোবাইল পরিসেবার গ্রাহকরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘মাইজিও’ অ্যাপ-এর ‘জিওএনগেজ’ অপশনে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।