ঘুরিয়ে তোপ আম্পায়ার নীতিন মেননের ‘শর্ট’ রানের সিদ্ধান্তকে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদুই দলের হয়েই তিনি অসংখ্য মারকাটারি ইনিংস খেলেছেন। দুই দলকেই নেতৃত্ব দিয়েছেন। রবিবার সন্ধেয় নিজের সেই প্রাক্তন দুই দল – দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা দেখতে বসেছিলেন বীরেন্দ্র সেহবাগ। যেখানে আম্পায়ারিং-এর মান দেখে দেখে ক্ষুব্ধ বীরু। নেপথ্যে আম্পায়ার নীতিন মেননের সিদ্ধান্ত। রবিবার পাঞ্জাব ইনিংসের ১৯ তম ওভারে এক রান ‘শর্ট’ হয়েছে বলে জানান স্কোয়্যার নেগে দাঁড়ানো মেনন। তাঁর ইঙ্গিত ছিল, দ্বিতীয় রানের জন্য ছোটার সময় ক্রিজ ঠিকমতো স্পর্শ করেননি ক্রিস জর্ডন। যদিও রিপ্লেতে দেখা গিয়েছে, জর্ডনের ব্যাট ক্রিজের ভিতরে পৌঁছেছিল। যে ছবি টুইটারে পোস্ট করে বিদ্রুপাত্মক সুরে বীরু লিখেছেন, “ম্যাচ সেরার পুরস্কারের সিদ্ধান্ত নিয়ে আমি একমত নই। যে আম্পায়ার শর্ট রানের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনিই ম্যাচের সেরা। কোনওভাবেই রান শর্ট ছিল না। ওই সিদ্ধান্তই পার্থক্য গড়ে দিল।“
উল্লেখ্য, রবিবার নির্ধারিত ২০ ওভার শেষে দু’দলেরই রান ছিল ১৫৭। সেখান থেকে সুপার ওভারে ম্যাচ জেতে দিল্লি। আম্পায়ার মেনন শর্ট রানের সিদ্ধান্ত না নিলে নির্ধারিত ওভারেই জিততে পারত পাঞ্জাব।