• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ নামছেন বিরাটরা

ঋদ্ধির খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ব্যর্থ হতে হতে কেটে গিয়েছে ডজনখানেক মরশুম। ‘অপয়া তেরো’-কে কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য ‘পয়া’ করে তুলতে পারবেন বিরাট কোহলি? সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০ অভিযান শুরু করার আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তারকাখচিত ব্যাঙ্গালোর শিবিরের অন্দরমহলে। যা কাগজে-কলমে চলতি আইপিএলের সবচেয়ে শক্তিশালী দল। ওপেনিং-এ অ্যারন ফিঞ্চ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড যাঁর নামে রয়েছে। এছাড়াও রয়েছেন খোদ অধিনায়ক কোহলি। সঙ্গে এবি ডে ভিলিয়ার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ড যাঁদের নামে। মিডল অর্ডারে মইল আলির মতো অলরাউন্ডার। পেস আক্রমণে ডেল স্টেইন এবং নবদীপ সাইনি। পেস এবং বাউন্স কাজে লাগিয়ে যাঁআরা যে কোনও পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

এতকিছুর পরেও চিন্তামুক্ত নয় ব্যাঙ্গালোর। তার একটি কারণ যদি হয় অতীত রেকর্ড তবে অন্যটি অবশ্যই টিম কম্বিনেশন। অধিনায়কই ফিঞ্চের সঙ্গে ওপেন করবেন? নাকি নিজে পছন্দের জায়গা তিন নম্বরে নামবেন আর ওপেন করতে পাঠাবেন প্রতিভাবান দেবদত্ত পাড়িক্কলকে? ধোঁয়াশা কাটেনি এখনও। প্রথম একাদশে স্টেইনের থাকাও নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্টের একাংশের মত, ক্রিস মরিস থাকলে লোয়ার মিডল অর্ডার পোক্ত হবে। সেক্ষেত্রে প্রথম একাদশে ঢুকতে পারেন উমেশ যাদব।

চিন্তায় রাখছে হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির রেকর্ডও। ব্যাট হাতে যতই অন্যন্য প্রতিপক্ষকে শাসন করুন, হায়দরাবাদের বিরুদ্ধে গত দু’মরশুমে কোহলির ব্যাটিং গড় মাত্র ১৭.৫। স্ট্রাইক রেট ১২১। বারবার সমস্যায় পড়েছেন রশিদ খানের লেগস্পিন আর গুগলি সামলাতে গিয়ে। তার উপর সংযুক্ত আরব আমিরশাহিতে রশিদের রেকর্ড দুর্দান্ত। ইকনমি রেট মাত্র ৫.৬।

ব্যাঙ্গালোরকে বিপাকে ফেলতে পারেন ডেভিড ওয়ার্নারও। বিপক্ষ ওপেনার ফিঞ্চকে হাতের তালুর মতো চেনেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই শুরুতে ধাক্কা দিতে পারেন। এছাড়া, গত আইপিএলে ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর ওপেনিং জুটির পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। যা যে কোনও বিপক্ষ অধিনায়ককে নতুন করে ঘুঁটি সাজাতে বাধ্য করবে। আর বেয়ারস্টোর জন্যই উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার দাঁড়ানো অনিশ্চিত। মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে বারতীয় দলের উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে জোর জল্পনা বিশেষজ্ঞ মহলে। আইপিএলে পারফর্ম করে সেই জায়গাতেই নিজেকে উপযুক্ত করে তুলতে চাইছিলেন ঋদ্ধি। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাওয়াই এখন দুষ্কর।

হায়দরাবাদ কিছুটা চিন্তায় তাদের পেস আক্রমণ নিয়ে। কারণ, রশিদ এবং মহম্মদ নবি, দুই আফগানকেই খেলালে বাইরে রাখতে হবে কেন উইলিয়ামসন এবং বিলি স্ট্যানলেককে। উইলিয়ামসন না খেললে কিছুটা চাপে পড়বে মিডল অর্ডার। তেমনই স্ট্যানলেককে না খেলালে পেস আক্রমণ পুরোপুরি সুইং-নির্ভর হয়ে পড়বে।

     

বিজ্ঞাপন

Goto Top