• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জয়পুরে হেলায় জয় নাইটদের

আইপিএল অভিষেকেই ম্যাচের সেরা হ্যারি গার্নি; বেল নিয়ে বিতর্ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আবারও কি ব্যাটে ঝড় তুলবেন আন্দ্রে রাসেল? আশঙ্কায় প্রহর গুনছিল জয়পুর। কিন্তু তাদের ঘরের মাঠ রাজস্থান রয়্যালসের বদান্যতায় ব্যাট বা বল, কোনও ক্ষেত্রেই ত্রাতার ভূমিকায় নামতে হল না ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। কিন্তু রাহানেদের ম্যাচ থেকে ছিটকে দেওয়ার নেপথ্যে থাকলেন আরেক ক্যারিবিয়ান। সুনীল নারিন। উইকেট না পেলেও এদিন আঁটোসাঁটো বোলিং করে গেলেন। তা৳র চার ওভারে ২২ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। পরে ওপেন করতে নেমে খেলে গেলেন ২৫ বলে ৪৭ রানের ইনিংস। এর মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারে তুললেন ২২ রান। ওখানেই ম্যাচ থেকে হারিয়ে গেল রাজস্থান। ৩২ বলে ৫০ রান করে নারিনকে যোগ্য সঙ্গত করেন ক্রিস লিন। এদিন প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। জবাবে ৩৭ বল বাকি থাকতেই দু’উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

তবে রাজস্থানকে অল্প রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা নেন হ্যারি গার্নি। এদিনই যার আইপিএল অভিষেক হল। লকি ফার্গুসনের পরিবর্তে এদিন নাইটদের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ব্রিটিশ সিমার। আর শুরুতেই সাফল্য। বলের গতির দুর্দান্ত হেরফের করে বারবার চ্যালেঞ্জে ফেললেন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যানদের। চার ওভারে ২৫ রান খরচ করে তুলে নিলেন জস বাটলার (৩৪ বলে ৩৭ রান) এবং রাহুল ত্রিপাঠির (৮ বলে ৬ রান) উইকেট। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলে গেলেন, “এই পিচে আমার কাটারগুলো কাজে লেগেছে। সলওয়ার বল নিয়ে অনেক খেটেছি। নাকল বলও আয়ত্তে আনার চেষ্টা করছি। তবে এই আইপিএলে সেটা সম্ভবত কাজে লাগাতে পারব না। দেশে ফিরে কাজে লাগানোর চেষ্টা করব।“ এদিন বোলিং ওপেন করতে এসে নজর কাড়লেন পীযূষ চাওলাও। চার ওভারে দিলেন মাত্র ১৯ রান। তাঁর স্পিনের জাল কেটে পাওয়ার প্লে-তে ২৮ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। দ্বিতীয় উইকেটে বাটলার এবং স্টিভ স্মিথ ৭২ রান যোগ করলেও রানের গতি কখনই টি-২০ সুলভ হয়নি। স্মিথ শেষদিকে চালিয়ে খেলে ৫৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। নাহলে আরও খারাপ দেখাত রাজস্থানের রান।

নাইটদের ওপেনিং জুটিতে নারিন এবং লিন মাত্র ৫১ বলে যোগ করেন ৯১ রান। ম্যাচ তখনই পকেটে পুরে নিয়েছিল নাইটরা। শেষ কাজটুকু সারতে কোনও সমস্যায় পড়তে হয়নি রবিন উথাপ্পা (১৬ বলে ২৬ অপরাজিত) এবং শুবমান গিলকে (১০ বলে ৬ অপরাজিত)। তবে এদিন ভাগ্যের সহায়তাও পেয়েছেন নাইটদের দুই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে ধবল কুলকার্নির বলে নারিনের ক্যাচ ফেলেন রাহুল ত্রিপাঠি। পরের বলেই কপালজোরে বেঁচে যান লিন। ধবলের বল তাঁর লেগস্টাম্প ছুঁয়ে বেরিয়ে গেলেও বেল পড়েনি। এই নিয়ে তৃতীয়বার চলতি আইপিএলে ঘটল এই ঘটনা। যার জেরে আঙুল উঠছে এলইডি আলো জ্বলা ‘জিং’ বেলের দিকে।

     

বিজ্ঞাপন

Goto Top