• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাটলার-স্টোকসকে ছাড়াই নামছে রাজস্থান

সুস্থ স্মিথ; জয়ের ধারা বজায় রাখতে চান ধোনি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল ২০২০ অভিযান শুরুর আগেই বিপাকে রাজস্থান রয়্যালস। দলের মূল ভরসা বেন স্টোকস পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিউজিল্যান্ডে। জস বাটলারের কোয়্যারান্টাইনের মেয়াদ এখনও শেষ হয়নি। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তার জেরেই প্রথম একাদশ নিয়ে চিন্তায় রয়েছে রাজস্থান। বাটলারের বদলে উইকেটরক্ষকের ভূমিকা সামলাতে পারেন সঞ্জু স্যামসন বা রবিন উথাপ্পা। ওপেনিং-এ উঠতি প্রতিভা যশস্বী জয়সওয়ালকে খেলানোর কথা ভাবছেন অধিনায়ক স্টিভ স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি। কিন্তু আপাতত ফিটনেস নিয়ে সমস্যা নেই স্মিথের। মিডল অর্ডারে ডেভিড মিলারের উপরই দায়িত্ব থাকছে রানের গতি বাড়ানোর। তৃতীয় ও চতুর্থ বিদেশির জায়গা পূরণ করবেন সম্ভবত টম কুরান এবং জোফ্রা আর্চার। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দর্দান্ত পারফর্ম করেছিলেন মায়াঙ্ক মার্কণ্ডে। এবার রাজস্থানের প্রথম একাদশে তাঁর জায়গা একরকম নিশ্চিত। রাজস্থানের পেস আক্রমণকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে জয়দেব উনাদকটের উপস্থিতি।

শক্তি এবং রেকর্ড অবশ্য এগিয়ে রাখছে মহেন্দ্র সিং ধোনিদেরই। শারজার ছোট বাউন্ডারিতে দুবাই এবং আবু ধাবির থেকে বেশি রান উঠবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগের ম্যাচে ব্যাটিং এবং ফিল্ডিং-এ ডাহা ফেল করেছিলেন মুরলি বিজয়। রাজস্থান ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে থাকতে হতে পারে। করোনা কাটিয়ে ফেরা ঋতুরাজ গায়কোয়াড় দলে ঢুকতে পারেন। ডোয়েন ব্রাভোকে এই ম্যাচেও পাচ্ছেন না ধোনি। তবে মুম্বই ম্যাচে আম্বাতি রায়ুডু এবং ফ্যাফ দু প্লেসি যা পারফর্ম করেছেন তা ধোনি অ্যান্ড কোং-কে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

     

বিজ্ঞাপন

Goto Top