• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ছিটকে যাওয়ার মুখে মার্শ

গোড়ালিতে গুরুতর চোট

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল করতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছিল। সেই চোটই চলতি আইপিএল থেকে ছিটকে দিতে পারে মিচেল মার্শকে। অজি অlলরাউন্ডারের না থাকা বড় ধাক্কা হতে পারে সানরাইজার্স হায়দরয়াবাদের কাছে। দলের তরফ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে দলেরী একটি সূত্র বলছে, “মার্শের চোট গুরুতর। সামনের ম্যাচগুলিতে ওর খেলা অনিশ্চিত।“ তবে মার্শের চোটের বিষয়ে ডেভিড ওয়ার্নারের বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবহ। হায়দরাবাদ অধিনায়ক বলছেন, “মার্শের চোটের অবস্থা ভালো নয়। শরীরের ওজন পায়ের উপর দিতে পারছে না। এই অবস্থাতেও ও ব্যাট করতে নেমেছিল। ওর সাহসকে কুর্নিশ।“

বদলি হিসাবে আর এক অজি ড্যান ক্রিশ্চানকে দলে আনতে পারে হায়দরাবাদ। যিনি মার্শের মতোই সিমিং অলরাউন্ডার। ঘোরাফেরা করছে টি-২০ ক্রিকেটের শীর্ষস্থানীয় অলরাউন্ডার মহম্মদ নবির নামও।

     

বিজ্ঞাপন

Goto Top