• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

একপেশে হার নাইটদের

ব্যাটে-বলে দিশাহীন পারফরম্যান্স

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৬-এ ছয়। না, কোনও পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলের মার্কশিট নয়। বুধবারের ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাইটদের জয়ের রেকর্ড। যা যে কোনও দুই প্রতিপক্ষের মধ্যে নিকৃষ্টতম। দিশাহীন দল নির্বাচন, দুর্বোধ্য নেতৃত্ব আর কুৎসিত পারফরম্যান্স। নিট ফল, ৪৯ রানের একপেশে হার দিয়ে আইপিএল ২০২০ অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স।

বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং প্লেসমেন্ট – কোথাও কোনও পরিকল্পনার ছাপ নেই। দলে প্যাট কামিন্স। অথচ নতুন বল হাতে তিনি এলেন না। মুম্বই যখন হুড়মুড়িয়ে রান তুলছে তখন নীতিশ রানার মতো অনিয়মিত বোলারকে ব্যবহার করার কথা ভাবলেনই না নাইট অধিনায়ক। সুনীল নারাইন (১/২২) আর শিবম মাভি (২/৩২) বাদে কেউ সেভাবে বেগ দিতে পারেননি মুম্বই ব্যাটসম্যানদের। আর সেই জায়গা কাজে লাগিয়েই দুরন্ত গতিতে রান তুলে গেলেন রোহিত শর্মা (৫৪ বলে ৮০ রান) এবং প্রাক্তন নাইট সূর্যকুমার যাদব (২৮ বলে ৪৭ রান)। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে তুললেন ৫৭ বলে ৯০ রান। ওখানেই ম্যাচ থেকে হারিয়ে গেল নাইটরা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৫ রান তুলেছিল মুম্বই। জবাবে ন’উইকেটে ১৪৬ রান তুলেই শেষ নাইটদের যাবতীয় প্রতিরোধ।

শুভমান গিল (৭) দ্রুত ফিরে যাওয়ার পর অধিনায়ক কার্তিক ব্যাট করতে এসেছিলেন। তিন নম্বরে নেমে ব্যাটসম্যান হিসাবে নিজের কার্যকারিতে প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু ২৩ বলে ৩০ রানেই শেষ সেই প্রচেষ্টা। নীতিশ রানা (২৪), ইয়ন মর্গ্যান (১৬) ভালো শুরু করেও টানতে পারেননি। চাপের মুখে আন্দ্রে রাসেলের অবদান ১১ রান। বরং শেষদিকে একটা চেষ্টা চালিয়েছিলেন আমিন্স (১২ বলে ৩৩ রান)। কিন্তু ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top