‘আত্মনির্ভর’ হওয়ার সঙ্গে তুলনা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবুধবার কলকাতা নাইট রাইডার্সকে হেলায় হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাসির রোল হার্দিক পাণ্ড্যর হিট উইকেট নিয়ে। অধিনায়ক রোহিত শর্মা (৮০) এবং সূর্যকুমার যাদবের (৪৭) সৌজন্যে ভালো জায়গাতেই ছিল মুম্বই। হার্দিকের কাজ ছিল চালিয়ে খেলে দলকে দু’শোর দিকে নিয়ে যাওয়া। এমন সময় আন্দ্রে রাসেলের বল ছাড়তে গিয়ে হিট উইকেট হন হার্দিক। এর পরেই শুরু হয় ব্যঙ্গ।
সোশ্যাল মিডয়ায় অনেকেই হার্দিকের আউট হওয়াকে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর আত্মনির্ভর হওয়ার সঙ্গে। তাঁদের মত, কেকে আর হার্দিককে আউট করার পরিকল্পনা করেছিল। কিন্তু হার্দিক নিজেই সেই দায়িত্ব নিয়ে নিল। কেউ আবার বলছেন, “গলতি সে মিসটেক হো গয়া”। সিমিং অলরাউন্ডার হিসাবে কেউ কেউ হার্দিকের সঙ্গে তুলনা করে থাকেন। তাঁরা বলছেন, কপিল কখনও হিট উইকেট হননি। যদিও রেকর্ড বলছে টেস্টে না হলেও ১৯৮০-৮১ সালের নিউজিল্যান্ডের সফরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে কপিল তাঁর কেরিয়ারে একমাত্ৰ হিট উইকেট হন।