• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অধিনায়ক ধোনিকে দুষছেন প্রাক্তনরা

সাত নম্বরে নামার সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

লক্ষ্য ২১৭। দল বেকায়দায়। তবু কেন সাত নম্বরে ব্যাট করতে নামলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক? রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬ রানে হারের পর মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্তকেই দুষছে বিশেষজ্ঞমহল। সমালোচনা ধেয়ে আসছে ধোনির ব্যাটিং নিয়েও। শেষমেশ ধোনি ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকলেও প্রথম ১৩ বলে করেছিলেন মাত্র ১০ রান। আগ্রাসী শট না মেরে স্ট্রাইক রোটেট করার দিকেই নজর দিয়েছিলেন মাহি। ফলে ফ্যাফ দু প্লেসির ৩৭ বলে ৭২ রান কাজে লাগেনি। যে কারণে গৌতম গম্ভীর বলছেন, “দু প্লেসি একাই কিছুটা লড়াই করল। বাকিদের দেখে মনে হয়নি ওদের মধ্যে লড়াইয়ের মানসিকতা রয়েছে।“

বীরেন্দ্র সেহবাগ বলেছেন, “নিজেকে সাত নম্বরে নামানোর যে সিদ্ধান্ত ধোনি নিয়েছে তার জন্য অধিনায়ক হিসাবে ওকে দশের মধ্যে চারের বেশি দিতে পারছি না।“ কেভিন পিটারসেন আরও এক ধাপ এগিয়ে জানান যে তিনি এই ধরনের ‘বোকামো’-কে ‘বরদাস্ত’ করতেন না একেবারেই ধোনি যদিও ১৪ দিনের কোয়ারানটাইনের ফল হিসাবে বিষয়টিকে দেখিয়েছেন। কিন্তু কিছু ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এরপর যেন ধোনি ম্যাচের মধ্যে ওয়ার্ম আপ না করেন উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপেও সমালোচনার মুখে পড়েছিল ধোনির মন্থর ব্যাটিং।

     

বিজ্ঞাপন

Goto Top