আইপিএল ২০২০-এর প্রথম শতরান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমাত্র দিনকয়েক আগে তাঁকে ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক বলেছিলেন সুনীল গাভাসকর। বর্তমান অধি্নায়কের দলের বিরুদ্ধে চোখাধাঁধানো ইনিংস খেলে সেই বক্তব্যকেই যেন সম্মান জানালেন কে এল রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়কের ব্যাট থেকে এল ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস। ক্রিস গেইল প্রথম একাদশে নেই। মায়াঙ্ক আগরওয়াল (২৬), নিকোলাস পুরান (১৭), করুণ নায়ারদের (১৫ অপরাজিত) সঙ্গে নিয়েই চলতি আইপিএলের প্রথম শতরান করে গেলেন রাহুল। পিচের চরিত্র বুঝে প্রথম ৫০ রান করতে নিয়েছিলেন ৩৬ বল। পরের ৫০ এল ২৬ বলে। আর শেষে একের পর এক শট খেলে দলকে দু’শোর গণ্ডি পার করে দিলেন। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেতে ২০৬ রান তুলেছিল পাঞ্জাব। জবাবে ১৭ ওভারে ১০৯ রানেই শেষ কোহলি অ্যান্ড কোং। প্রথম চার রানের মধ্যেই যারা তিন উইকেট হারিয়েছিল। রাহুলের জ্বলে ওঠার দিনে কোহলের অবদান পাঁচ বলে এক রান। দলের পক্ষে সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরেরে (৩০)। ২১ রানে তিন উইকেট নিয়েছেন পাঞ্জাবের মুরুগান অশ্বিন। তরুণ প্রতিভা রবি বিষ্ণোই ৩২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। তিন ওভারে মাত্র ১৫ রান খরচ করে নজর কেড়েছেন মহম্মদ শামিও।