৪৪ রানে জিতল দিল্লি ক্যাপিটালস
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ম্যাচে জয় ফস্কে গিয়েছিল সুপার ওভারে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর কোনওরকম ভুলচুকের জায়গা রাখল না দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসকে হারাল কার্যত বোতলবন্দি করে। শুক্রবার দুবাইতে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৭৫ রান তুলেছিল দিল্লি। জবাবে সাত উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি ধোনি অ্যান্ড কোং।
পৃথ্বী শ’ এবং শিখর ধাওয়ানের ওপেনিং জুটি এদিন শুরুতেই চালকের আসনে বসিয়ে দিয়েছিল দিল্লিকে। তাঁদের জুটিতে যোগ হয় ৬৪ বলে ৯৪ রান। এর মধ্যে পরপর আক্রমণাত্মক স্ট্রোকে বেশি নজর কাড়ছিলেন পৃথ্বীই। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন শিখর (২৭ বলে ৩৫)। তার সামান্য পরেই দুর্ভাগ্যজনকভাবে স্টাম্পড হয়ে যান পৃথ্বী (৪৩ বলে ৬৪)। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ার (২২ বলে ২৬) এবং ঋষভ পন্থ (২৫ বলে ৩৭ অপরাজিত) দিল্লিকে ১৭০-এর গণ্ডি পার করে দেন।
চেন্নাইয়ের রান তোলার রাস্তা শুরু থেকে কঠিন করে দেন কাগিসো রাবাদা (৩/২৬) এবং অক্ষর পটেল (১/১৮)। শেন ওয়াটসন (১৬ বলে ১৪), মুরলি বিজয় (১৫ বলে ১০), ঋতুরাত গায়কোয়াড়রা (১০ বলে ৫ রান) পাল্টা আক্রমণের কোনও রাস্তাই বের করতে পারেননি। চতুর্থ উইকেটে ৩৯ বলে ৫৪ রান যোগ করে একটা চেষ্টা চালিয়েছিলেন ফ্যাফ দু প্লেসি (৩৫ বলে ৪৩) এবং কেদার যাদব (২১ বলে ২৬)। কিন্তু আনরিখ নর্টিয়ে (২/২১) এবং অমিত মিশ্রের (০/২৩) আঁটোসাঁটো বোলিং-এর জবাব ছিল না ধোনি (১২ বলে ১৫), রবীন্দ্র জাদেজাদের (৯ বলে ১২) কাছে।