তোপের মুখে কোহলির পারফরম্যান্স
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হার। তার উপর অধিনায়কের হতশ্রী পারফরম্যান্স। দুইয়ে মিলিয়ে যথেষ্ট চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তোপের মুখে অধিনায়ক বিরাট কোহলি। নিজে পাঁচ বল খেলে মাত্র এক রান করেই আউট হয়ে গিয়েছিলেন। তার উপর দু’বার কে এল রাহুলের ক্যাচ ছেড়েছেন। সবমিলিয়ে সুনীল গাভাসকর মন্তব্য করেছেন, “লক ডাউনে বিরাট শুধু অনুষ্কার বোলিং এ খেলেছে।“ এই মন্তব্যে অত্যন্ত আহত হয়ে অনুষ্কা শর্মা একটি বিবৃতিতে বলেছেন যে গাভাস্কারের মন্তব্যে তিনি মোটেই খুশি নন। কোনওভাবেই কোনো ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর স্ত্রীকে আঘাত করা উচিত নয়। সঙ্গে যোগ করেছেন, “ভদ্রলোকের খেলার কিংবদন্তি চরিত্র গাভাসকরের এমন বক্তব্য অনভিপ্রেত।“ তিনি প্রশ্ন করেছেন, যে বিরাটের পারফরম্যান্স সম্পর্কে নিজের মতামত দিতেই পারেন গাভাসকর। কিন্তু তিনি বিরাটের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে আনলেন কেন?
সানির মন্তব্যে রীতিমতো ক্ষিপ্ত বিরাটের ভক্তরা। কেউ কেউ আইপিএলের ধারাভাষ্য থেকে তাঁকে সরানোর দাবিও তুলেছেন। কেউ বলছেন, এমন কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিৎ গাভাসকরের। সানি নিজে অবশ্য বিষয়টি নিয়ে বিশেষ চিন্তিত নন। বলছেন, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।“