পাওয়ার হিটিং অনুশীলন কাজে লাগালেন কেকেআরের পাঞ্জাবী ছেলে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসম্মানের লড়াইয়ে প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হেরেছিল তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শনিবার আবুধাবিতে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারানোর পরে এ বারের আইপিএলে প্রথম বার তাঁর দলের ছেলেদের উৎসাহ দিলেন শাহরুখ খান। টুইট করে শুভমান গিলদের জয়ের অভিনন্দন জানালেন তিনি। শুভমানদের উদ্দেশে শাহরুখ লিখলেন, ‘‘আমাদের দলের বাচ্চারাই দুর্দান্ত খেলে জয়টা ছিনিয়ে নিয়ে এল। শুভমান গিল, নীতিশ রানা, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তীরা সুস্থ থাক। দলের সিনিয়র সদস্যদেরও অভিনন্দন।’’
দল মালিকের টুইট থেকে অভিনন্দন বার্তা পাওয়ার পরে খুশি ম্যান অফ দি ম্যাচ শুভমানও। খেলা শেষে তিনি বললেন, ‘‘বল বেশি না ঘোরায় মারতে সুবিধা হয়েছে। গত কয়েক বছর ধরেই পাওয়ার হিটিং অনুশীলন করছি। আজ তা দলের কাজে লাগল। তবে আমার বড় রানের চেয়েও গুরুত্বপূর্ণ কেকেআরের জয়। ওপেনার হিসেবে আমার দায়িত্ব ছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়া। তা সফল ভাবে করতে পারায় ভাল লাগছে।’’
শুভমানের ৬২ বলে ৭০ রানের পাশাপাশি ২৯ বলে ৪২ নট আউট থাকেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের ইয়ন মর্গ্যানও। সাত ওভারে ৫৩-৩ হয়ে যাওয়ার পরে শুভমান ও মর্গ্যানই টেনে তোলেন কলকাতাকে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সময়ে কী পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা? শুভমানের জবাব, ‘‘মর্গ্যানের সঙ্গে বেশি কথা বলতে হয়নি। বিপক্ষের বোলাররা কী করতে পারে, তা অনুমান করেই খেলে গিয়েছি আমরা। এই জয়ের পিছনে আমাদের বোলারদের অবদানও যথেষ্ট। ওদের জন্যই সানরাইজার্স হায়দরাবাদকে এত কম রানে আটকে রাখা গিয়েছে।’’