• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শূন্য করলেও আস্থা হারাচ্ছেন না অধিনায়ক কার্তিক

অলরাউন্ডার থাকায় সুবিধা বলছেন কেকেআর অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েও ইয়ন মর্গ্যানকে কলকাতা নাইট রাইডার্সকে খেলতে হয় দীনেশ কার্তিকের নেতৃত্বে। যদিও গত বছর থেকেই কেকেআর অধিনায়কের জমি টলোমলো। এ বারও প্রথম ম্যাচে মাত্র ৩০ রান করেছিলেন তিনি। আর শনিবার নাইটরা জিতলেও তিনি করলেন শূন্য রান। সম্প্রতি সুনীল গাভাসকার বলেছেন, ‍‘‍‘কার্তিক যদি এ বার ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তা হলে কেকেআরের অধিনায়কত্ব মর্গ্যানের হাতে চলে যেতেই পারে।’’

যদিও শনিবার দ্বিতীয় সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে শূন্য করেও চিন্তায় নেই কার্তিক। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ‍‘‍‘একটা ইনিংসে শূন্য রান করলেই প্রমাণিত হয় না আপনি খারাপ ক্রিকেটার। অবশ্যই আমার খেলার উন্নতি করতে হবে। তার জন্য বড় রান দরকার।’’

দলের জয় প্রসঙ্গে কেকেআর অধিনায়ক বলেন, ‍‘‍‘পরিশ্রমের সুফল পাওয়া গেল। এ বার আমাদের দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি।এতে সুবিধা হচ্ছে। যখন প্রয়োজন তখনই তাদের ব্যবহার করা যাচ্ছে। এই সাফল্যের আরও বড় একটা কারণ, তরুণ প্রতিভাদের প্রতি আস্থা রেখে তাদের তুলে আনা। কমলেশ নাগরকোটি যেমন গত কয়েক বছর দলের সঙ্গে থাকলেও খেলতে পারেনি চোটের কারণে। কিন্তু তার প্রতি আস্থা রেখে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দেয়নি। সেই কম বয়সী ব্রিগেডই এ বার ভাল খেলছে। আমি চাই এ ভাবেই শুভমান গিল ও কমলেশরা ক্রিকেটকে উপভোগ করে যাক।’’

     

বিজ্ঞাপন

Goto Top