• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বোলাররাই জেতাল, মত মর্গ্যানের

এই জয় আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন তিনি। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে নাইটদের ম্যাচ জেতালেন সেই ইয়ন মর্গ্যান। জয়ের পরে তাঁর প্রতিক্রিয়া, ‍‘‍‘এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আইপিএল একটা লম্বা টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেশ কিছু ভুল হয়েছিল আমাদের। সেগুলো আজ আর হয়নি।’’

তবে ব্যাট হাতে দলের জয় এনেও সেই কৃতিত্ব নিতে নারাজ মর্গ্যান। বলছেন, ‍‘‍‘আমাদের বোলাররাই আজ ম্যাচ জেতাল। সানরাইজার্সের ব্যাটিং শক্তি প্রবল। তাদের ওরা ১৪২ রানে আটকে রাখায় কাজটা সহজ হয়ে গিয়েছিল। ১০ ওভারের মধ্যেই আমাদের বোলারেরা জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারকে কম রানে আউট করায় অনেক সুবিধা হয়েছে। এতেই ওরা ব্যাকফুটে চলে যায়। আমাদের লক্ষ ছিল, সেই চাপ কাটিয়ে ওরা যেন আমাদের পাল্টা চাপ দিতে না পারে।’’

সতীর্থ শুভমান গিলের প্রসঙ্গ এলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন মর্গ্যান। বলেন, ‍‘‍‘ওকে বেশি পরামর্শ দিতেই হয়নি। টেকনিকের দিক থেকে দারুণ ক্রিকেটার শুভমান। শেখার আগ্রহ প্রবল। ওর সঙ্গে ব্যাট করে দারুণ লাগল। এই সাফল্য ওর প্রাপ্য ছিল।’’

     

বিজ্ঞাপন

Goto Top