• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অসম্ভবকেই সম্ভব করলেন জীবনযুদ্ধে জয়ী পুরান

বিশেষজ্ঞরা মোহিত অবিশ্বাস্য ফিল্ডিং-এ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেট ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ১৯ বছরের ছেলেটিএমন সময় দুর্ঘটনা বাঁ পায়ের গোড়ালি ও হাঁটুতে মারাত্মক চোট লেগেছিল। চিকিৎসকরা ভাবতেই পারেননি, ছেলেটি আবার কোনওদিন মাঠে ফিরতে পারবে। কিন্তু তিনি ফিরলেন অদম্য ক্যারিবিয়ান মানসিকতায় নিজের জাত চেনালেন। তিনি নিকোলাস পুরান।

রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুরুগান অশ্বিনের বলে সপাটে ব্যাট চালিয়েছিলেন সঞ্জু স্যামসন। শারজার ছোট বাউন্ডারি পেরিয়ে নিশ্চিত ছক্কা। শুধু বাউন্ডারির বাইরে ড্রপ পড়ার অপেক্ষা। পুরান যখন বলের কাছাকাছি যান তখন বল শূন্যে ভাসমান অবস্থায় বাউন্ডারি পেরোচ্ছে পুরান পুরো শরীর ছুঁড়ে দেন বলকে লক্ষ্য করে বল বাউন্ডারি টপকে বোর্ডে লাগতে চলেছে পুরান শূন্যে ভাসমান অবস্থায় বলটি পিছনে ছুঁড়ে বাউন্ডারির ভিতরে ঠেলে দেন সম্পূর্ণ ঘটনা শূন্যে ঘটায় ওভার বাউন্ডারি হয়নি অবিশ্বাস্য এই ফিল্ডিংকে কেভিন পিটারসেন টি-২০ ক্রিকেটের সেরা সেভ বলেছেন শচীন তেন্ডুলকর স্বীকার করেছেন, তিনি জীবনে এই রকম ফিল্ডিং দেখেননি আর পাঞ্জাবের ফিল্ডিং কোচ? সেই জন্টি রোডসও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছিলেন শিষ্যকে।

সেই পুরান চিকিৎসকের মত অনুযায়ী যাঁর ক্রিকেটার হওয়ার ইচ্ছেই পূর্ণ হওয়ার ছিল না

     

বিজ্ঞাপন

Goto Top