• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ধোনি-পরবর্তী জমানায় আশা জাগাচ্ছেন ঈশান

স্যামসন, কার্তিক, রাহুলদের সঙ্গে আলোচনায় উঠছে ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যানের নাম

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তাঁর সতীর্থ ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন। কিন্তু এতদিন তিনি ছিলেন একটু দূরে তবে সোমবারের ৫৮ বলে ৯৯ তাঁকে এনে দিল পাদপ্রদীপের আলোয় ঈশান কিষাণ ২০১৫-১৬ সালের অনূর্ধ-১৯ বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলের অধিনায়ক। ধোনি-পরবর্তী জমানায় এবার জাতীয় দলের সম্ভাব্য উইকেটরক্ষকের আলোচনায় যিনি চলে এলেন পন্থ, স্যামসন, কার্তিক, রাহুলের সঙ্গে প্রতিবেশী রাজ্যের এই উঠতি ক্রিকেটারের পারফরম্যান্স ভাবাচ্ছে ঋদ্ধিকেও

বয়সভিত্তিক খেলায় কিপিং-এর থেকে বেশি মিডিয়াম পেস বোলিং করতেন ঈশান শক্তিশালী দল তৈরী করেও ভারত ফাইনাল হারে হেটমায়ারদের ওয়েস্ট ইন্ডিজের কাছে ঈশান ও পন্থ তখন ওপেন করতেন

প্রথম শ্রেণি, ঘরোয়া একদিনের ম্যাচ এবং টি-২০ – সব খেলাতেই শতরান হাঁকিয়েছেন ঈশান একচুলের জন্য শতরান ফস্কেছেন আইপিএলে কিন্তু তিন ফরম্যাটে সাবলীল ও নির্ভরযোগ্য কিপার হিসেবে অনেক প্রতিদ্বন্দ্বীকেই পিছনে ফেলে দিয়েছেন এখনো ২৫ হয়নি টিম ইন্ডিয়ার দরজা খুলতে পারে যে কোনও দিন ধোনির পর আরও এক আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটসমান ঝাড়খণ্ড ভারতকে উপহার দিতে পারে কি না সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top