ব্যাটসম্যানদের ভাবাচ্ছে আবু ধাবির ২২ গজ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচলতি আইপিএলে প্রথমবার হার হজম করতে হল দিল্লি ক্যাপিটালসকে। আর তাদের ১৫ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৬২ রান তুলেছিল সানরাইজার্স। উল্লেখযোগ্য রান জনি বেয়ারস্টো (৪৮ বলে ৫৩), অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৩৩ বলে ৪৫) এবং কেন উইলিয়ামসনের (২৬ বলে ৪১)। দিল্লির পক্ষে বল হাতে সফল কাগিসো রাবাদা (২/২১)। কিন্তু আবু ধাবির মন্থর উইকেটে রান তুলতে যথেষ্ট বেগ পেয়েছেন ব্যাটসম্যানরা। দ্বিতীয়ার্ধে আরও মন্থর হয়ে গিয়েছিল পিচ। তাকে কাজে লাগিয়েই চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিন উইকেট তুলে নেন রশিদ খান। শিখর ধাওয়ান (৩১ বলে ৩৪), অধিনায়ক শ্রেয়স আইয়ার (২১ বলে ১৭) এবং ঋষভ পন্থকে (২৭ বলে ২৮) প্যাভিলিয়িনে ফেরান আফগান লেগস্পিনারই। দীর্ঘদিন পরে বল হাতে সফল ভুবনেশ্বর কুমারও (২/২৫)। যার জেরে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি দিল্লি।