• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বঙ্গকন্যায় মুগ্ধ অস্ট্রেলীয় অধিনায়ক

মাইকেল ক্লার্কের অ্যাপে ঝুলন গোস্বামী

অহনা বসু

নিজের নতুন অ্যাপ তৈরি করছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর সেই অ্যাপে জায়গা পাচ্ছেন বাংলার ঝুলন গোস্বামী। ক্রিকেটকে যাঁরা বিশেষভাবে সমৃদ্ধ করেছেন তাঁদের নিয়ে একটি বিভাগ থাকছে ক্লার্কের অ্যাপে। যেখানে থাকছে ঝুলনের বোলিংয়ের ভিডিও ফুটেজও। চাকদহের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে ঝুলনের উঠে আসা, ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেওয়া, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া এবং বিশ্বক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠা – সব বিবরণই থাকছে ক্লার্কের অ্যাপে।

শনিবার ব্যক্তিগত সফরে শহরে এসেছিলেন ক্লার্ক। গিয়েছিলেন দমদম নাগেরবাজারের কাছে একটি স্কুলের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ঝুলনও। সেখানে খুদে ক্রিকেটারদের নানারকম টিপস দেন ক্লার্ক ও ঝুলন।

স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ঝুলন বলছেন, “বিষয়টা ক্লার্ক আমাকে আগেই জানিয়েছিল। বিশ্বকাপজয়ী অধিনায়কের অনুরোধ উপেক্ষা করতে পারিনি। ক্রিকেটের বিষয়ে ক্লার্কের যা জ্ঞান তা সত্যিই মুগ্ধ করার মতো।“ নিজেদের টুইটার অ্যাকাউন্টে একসঙ্গে ছবিও টুইট করেছেন ক্লার্ক এবং ঝুলন।

     

বিজ্ঞাপন

Goto Top