শুভমানের কাঁধে আস্থার হাত রাখছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক“আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম মরশুমেই এত আত্মবিশ্বাস নিয়ে পারফর্ম করতে আর কাউকে দেখিনি।“ এভাবেই জোফ্রা আর্চারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ইয়ন মর্গ্যান। যার নেতৃত্বে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বার্বাডোজ-জাত আর্চারের। বুধবার দুবাইতে যাঁরা একে অপরের মুখোমুখি হবেন। আর সেই বিষয়েই সতর্ক রয়েছেন মর্গ্যান। বলছেন, “যত দিন যাচ্ছে ক্রিকেটার হিসাবে ততই ক্ষুরধার হয়ে উঠছে জোফ্রা। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্ট ভালো পারফর্ম করছে। ওকে সামলানো বড় চ্যালেঞ্জ।“
তবে নিজেদের আন্ডারডগ বলে ভাবতে রাজি নন মর্গ্যান। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চনমনে মেজাজে নাইটরা। যার জন্য শুভমান গিলকেই কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান। বলছেন, “পরিস্থিতি অনুযায়ী দুর্দান্ত ব্যাট করেছে শুভমান। ওর মতো ব্যাটসম্যানের থাকা দলকে বাড়তি ভরসা যোগাবে।“ পাশাপাশি, দলের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে মর্গ্যানের মুখে।