আইপিএলে পাঁচ হাজার রান রোহিতের; শামির দখলে বেগুনি টুপি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএকজনের গায়ে লাল জার্সি। অন্যজনের গায়ে নীল। ম্যাচের পরে খোশমেজাজে গল্প করছিলেন দুই দলের দুই তারকা পেসার। মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা। খোশমেজাজে থাকারই কথা। চলতি আইপিএলে প্রথমবার স্বমহিমায় দেখা গেল বুমরাকে। আর শামি? চার ম্যাচে আট উইকেট নিয়ে আপাতত বেগুনি টুপির মালিক।
কিন্তু শামি যতই ‘পার্পল প্যাচ’-এ থাকুন, তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাবের ড্রেসিংরুমে কিন্তু দুশ্চিন্তার কালো ছায়া। ‘ভালো খেলিয়াও পরাজিত’ হওয়াটা যাদের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের আবু ধাবিতেও তার ব্যতিক্রম হল না। ম্যাচের প্রথম ১৪ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছিল কে এল রাহুলের দল। কিন্তু তারপরেই ঘুরে দাঁড়াল মুম্বই। আর ম্যাচ থেকে ধীরে ধীরে হারিয়ে গেল পাঞ্জাব। মুম্বইকে সামনে থেকে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। নিজের খেলা প্রথম বলটাই বাউন্ডারিতে পাঠিয়ে যিনি আইপিএল কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করলেন।
মুম্বই ইনিংসের প্রথম ওভারই মেডেন নিয়েছিলেন শেল্ডন কট্রেল। সঙ্গে কুন্টন ডি ককের উইকেট। রান পাননি সূর্যকুমার যাদবও (১০)। আগের ম্যাচে ৯৯ করা ঈশান কিষাণ এদিন ২৮ রান করতেই নিয়ে নিলেন ৩২ বল। কিন্তু যাবতীয় প্রতিকূলতার মধ্যেও হিটম্যানের ব্যাট থেকে বেরোল ৪৫ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস। আর শেষ ২৩ বলে ৬৭ রান যোগ করে মুম্বই ইনিংসের চাহারাই বদলে দিলেন কিয়েরন পোলার্ড (২০ বলে ৪৭ অপরাজিত) এবং হার্দিক পাণ্ড্য (১১ বলে ৩০ অপরাজিত)। তার জেরেই শেষ ছ’ওভারে ১০৪ রান তুলে নিল মুম্বই। নিজেদের স্কোর নিয়ে গেল ১৯১/৪-এ।
স্ট্র্যাটেজির মোক্ষম প্রয়োগ করে পাঞ্জাবকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিলেন রোহিত এবং তাঁর বোলাররা। কে এল রাহুল (১৯ বলে ১৭), মায়াঙ্ক আগরওয়াল (১৮ বলে ২৫), করুণ নায়ারদের (০) দেখে মনেই হয়নি সামনে প্রায় দু’শো রানের লক্ষ্য। চেষ্টা চালিয়েছিলেন একমাত্র নিকোলাস পুরান (২৭ বলে ৪৪)। তিনি ফিরতেই যাবতীয় প্রতিরোধ শেষ প্রীতি জিন্টার দলের। গ্লেন ম্যাক্সওয়েলকে (১৮ বলে ১১) কার্যত বোতলবন্দি করে ফেরালেন রাহুল চাহর (২/২৬)। দলকে জেতাতে বড় ভূমিকা নিলেন বুমরা (২/১৮), জেমস প্যাটিনসনও (২/২৮)। নিট ফল, ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব। ৪৮ রানে জিতে আপাতত পয়েন্ট টেবলের শীর্ষে মুম্বই।