• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চতুর্দেশীয় প্রতিযোগিতায় খেলবে না বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতেই এমন সিদ্ধান্ত বিসিবি-র

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ডিসেম্বরেই শুরু হচ্ছে ঘরোয়া মরশুম। তাই সংযুক্ত আরব আমিরশাহিতে আয়ারল্যান্ড আয়োজিত চতুর্দেশীয় টি-২০ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার আক্রম খান। তিনি আরও জানান, জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে খেলা তার প্রস্তুতি হিসাবেই বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায়

উল্লেখ্য, কোভিড অতিমারীর কারণে ঢাকা প্রিমিয়ার লিগ হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে বাংলাদেশে পেশাদার ক্রিকেট খেলা হয়নি সম্ভবত সেখানেই শুরু হতে পারে ঘরোয়া লিগ শোনা যাচ্ছে, পুরোদস্তুর কর্পোরেট লিগের কথাও কারণ, ঢাকা প্রিমিয়ার লিগের বিপুল সংখ্যক খেলোয়াড়দের খরচ আর্থিক সমস্যায় ফেলেছে বিসিবি-কে

     

বিজ্ঞাপন

Goto Top