চেন্নাই ম্যাচে মাঠ ছাড়লেন ওভার শেষ না করেই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআবার পায়ে চোট পেলেন ভুবনেশ্বর কুমার। শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের শেষ ওভারের প্রথম বল করার পরেই চোট পান তিনি। বার তিনেক চেষ্টা করার পর রণে ভঙ্গ দেন। ভুবির অসমাপ্ত ওভারের বাকি পাঁচটি বল করেন খলিল আহমেদ। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ভুবি। তবে ভুবির চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের আইপিএল চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন ভুবি। সেই সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল তাঁকে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তাঁর স্পোর্টস হার্নিয়া ধরা পরে। তারপর আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনের জন্য গিয়েছিলেন তিনি।
বেশ কিছুদিন পরে শুক্রবার পুরোনো ছন্দে দেখা যাচ্ছিল ভুবনেশ্বরকে। কিন্তু যেভাবে তিনি একের পর এক চোট ভুগছেন তাতে কতদিন ভুবি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলতে পারবেন তা নিতে প্রশ্ন উঠছে।