তরুণ প্রতিভাদের দাপটে সাত রানে জয় হায়দরাবাদের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচেন্নাই সুপার কিংস ইনিংসের ১৯ তম ওভার। হারের ভূত তখন দোরগোড়ায়। এমন সময় রান নিতে গিয়ে হঠাৎই হাঁপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ফিজিও এসে প্রথমেই চেন্নাই অধিনায়কের কপালে হাত দিয়ে পরীক্ষা করলেন শরীরের তাপমাত্রা। মাঠের মধ্যেই ওষুধও খেলেন মাহি। ম্যাচ শেষ হওয়ার পরেও হাঁপাচ্ছিলেন। পরে জানালেন, আরব মুলুকের শুষ্ক আবহাওয়ায় গলা শুকিয়ে গিয়েছিল।
চেন্নাই অধিনায়কের গলা শূকিয়ে যাওয়ার অবশ্য আরও অনেক কারণ রয়েছে। হতশ্রী ফিল্ডিং, এলোমেলো বোলিং এর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। তিনে মিলে দলকে ঠেলে দিল উপর্যুপরি তৃতীয় হারের মুখে। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৪ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে পাঁচ উইকেটে ১৫৭ রান তুলেই থামতে হল ধোনিদের। রেকর্ড বলছে, ২০১৪ আইপিএলের পর আর কখনও টানা তিন ম্যাচে হার হজম করতে হয়নি ধোনিদের।
দু’দলের কেউই অবশ্য এদিন শুরুটা ভালো করতে পারেনি। সানরাইজার্সের ইনিংসের প্রথম ওভারেই দীপক চাহরের বলে বোল্ড জনি বেয়ারস্টো (০)। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (২৯ বলে ২৮) এবং মণীশ পাণ্ডে (২১ বলে ২৯) উইকেট ধরে রেখে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু সফল হননি। কেন উইলিয়ামসন (১৩ বলে ন’রান) আউট হওয়ার সময় দলের রান ছিল ১১ ওভারে চার উইকেটে ৬৯। সেখান থেকে দলকে টেনে তোলেন প্রিয়ম গর্গ (২৬ বলে ৫১ অপরাজিত) এবং অভিষেক শর্মা (২৪ বলে ৩১)।তাঁদের ৪৩ বলে ৭৭ রানের জুটিই ভদ্রস্থ রানে পৌঁছে দিয়েছিল হায়দরাবাদকে।
শেন ওয়াটসন (১), আম্বাতি রায়ুডু (৮) এবং কেদার যাদব (৩) আউট হওয়ার পর চেন্নাইয়ের রান দাঁড়িয়েছিল ছ’ওভারে তিন উইকেটে ৩৬। তখনই ক্রিজে আসেন ধোনি। দলীয় ২ রানের মাথায় ফিরে যান ফ্যাফ দু প্লেসিও (১৯ বলে ২২)। সেখান থেকেই ম্যাচ ঘোরানোর চেষ্টা করছিলেন ধোনি এবং রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে দু’জনে ৫২ বলে ৭২ রান যোগ করেন। এর মধ্যে বেশি আক্রমণাত্মক ছিলেন জাদেজাই (৩৫ বলে ৫০)। শেষইকে স্যাম কারান (পাঁচ বলে ১৫ অপরাজিত) একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সফল হননি। ৩৬ বলে ৪৭ রান করে অপরাজিত থেকে যান ধোনি। একসময় ২৮ বলে ৮৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। বড় ব্যবধানে হারের আশঙ্কা করছিলেন চেন্নাই সমর্থকরা। কিন্তু জাদেজা-ধোনির লড়াই নেট রানরেটের দিক থেকে কিছুটা স্বস্তি দিয়েছে তাঁদের।
নিট ফল, চার ম্যাচে একটি জয় এবং তিনটি হার আপাতত পয়েন্ট টেবলের ‘লাস্ট বয়’ করে দিয়েছে ধোনিদের।