চার ম্যাচে তৃতীয় অর্ধশতরান পাড়িক্কলের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইপিএল ২০২০-এর প্রথম তিন ম্যাচে ফর্মের ধারেকাছে ছিলেন না তিনি। কিন্তু চতুর্থ ম্যাচে ফের স্বমহিমায় দেখা গেল বিরাট কোহলিকে। তাঁর ৫৩ রানে ৭২ রানের অপরাজিত ইনিংসে ভর করেই রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে নজর কাড়লেন দেবদত্ত পাড়িক্কলও। চলতি আইপিএলের চার ম্যাচে এই নিয়ে তৃতীয়বার অর্ধশতরানের গণ্ডি পেরোলেন তিনি।
প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ১৫৪ রান তুলেছিল রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ রান মহীপাল লোমররের (৩৯ বলে ৪৭)। এছাড়া, উল্লেখযোগ্য রান জস বাটলার (১২ বলে ২২) এবং রাহুল তেওয়াটিয়া (১২ বলে ২৪ অপরাজিত)। রাজস্থানকে অল্প রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা নিলেন যুজবেন্দ্র চাহল (৩/২৪)।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর শুরুতেই অ্যারন ফিঞ্চের (৮) উইকেট হারায়। কিন্তু দ্বিতীয় উইকেটে ৮০ বলে ৯৯ রান যোগ করে জয়ের রাস্তা মসৃণ করে দেন পাড়িক্কল এবং কোহলি।