ওয়ার্নারের লড়াই ভেস্তে শেষ হাসি রাহুলের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজেতার জন্য চাই ১৫১ রান। আধুনিক টি-২০ ক্রিকেটের জমানায় একেবারেই নিরামিষ লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতেই কালঘাম ছুটে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের। রুদ্ধশ্বাস ম্যাচে এক বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে ছ’উইকেটে হারাল তারা। এই নিয়ে ঘরের মাঠে টানা সাত ম্যাচ জিতল রবিচন্দ্রন অশ্বিনের দল।
মোহালির কঠিন পিচে এদিন সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। ব্যর্থ জনি বেয়ারস্টো (৬ বলে ১ রান)। বিজয় শঙ্কর (২৭ বলে ২৬ রান), মহম্মদ নবি (৭ বলে ১২ রান) এবং মণীশ পাণ্ডে (১৫ বলে ১৯ রান) ভালো শুরু করলেও রান পাননি। ডেভিড ওয়ার্নার ২০ ওভার ব্যাট করে অপরাজিত থাকেন ৬২ বলে ৭০ রান করে। শেষ ওভারে ৩ বলে ১৪ রান করে হায়দরাবাদকে ১৫০-এ পৌঁছে দেন দীপক হুডা। ক্রিস গেইল (১৪ বলে ১৬ রান) স্বমূর্তি ধারণ করতে না পারলেও পাঞ্জাবকে বিপদে পড়তে দেননি কে এল রাহুল (৫৩ বলে ৭১ অপরাজিত) এবং মায়াঙ্ক আগরওয়াল (৪৩ বলে ৫৫ রান)। কিন্তু আট রানের মধ্যে আগরওয়াল, ডেভিড মিলার এবং মনদীপ সিং ফিরতেই চাপে পড়ে যায় পাঞ্জাব। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। কিন্তু প্রীতি জিন্টার দলকে আর কোনও বিপদে পড়তে দেননি রাহুল।