কাজে লাগল না মর্গ্যান-রাহুলের লড়াই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কওপেনিং-এ পৃথ্বী শ’। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের ব্যাটন উঠবে এঁদের হাতেই। এমনই মত দেশের বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞের। সেটা নেহাত কথার কথা নয় তা প্রমাণ করার জন্য কলকাতা নাইট রাইডার্স ম্যাচকেই বেছে নিলেন দুই প্রতিভা। ৪১ বলে ৬৬ রান করলেন পৃথ্বী। আর শ্রেয়সের ব্যাট থেকে বেরোল ৩৮ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস। এই দুই ইনিংসে ভর করেই চার উইকেটে ২২৮ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে আট উইকেটে ২১০ রানের বেশি তুলতে পারেনি নাইটরা।
ফের ব্যর্থ সুনীল নারাইন (৩)। ভালো শুরু করেও ২৮ রানের বেশি করতে পারেননি শুভমান গিল। চার নম্বরে আন্দ্রে রাসেলকে (১৩) নামানোর স্ট্র্যাটেজি কাজে দেয়নি। উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা চেষ্টা চালিয়েছিলেন একমাত্র নীতিশ রানা (৩৫ বলে ৫৮)। তিনি, দীনেশ কার্তিক (৬) এবং প্যাট কামিন্স (৫) অল্প ব্যবধানে ফিরতেই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল নাইটরা। জ্যের জন্য তখন প্রয়োজন ৩৯ বলে ১০৭ রান। তবুও অসম্ভবকে সম্ভব করার একটা চেষ্টা চালিয়েছিলেন ইয়ন মর্গ্যান (১৮ বলে ৪৪) এবং রাহুল ত্রিপাঠী (১৬ বলে ৩৬)। দু’জনের জুটিতে পাঁচ ওভারে যোগ হয়েছিল ৭৮ রান। কিন্তু শেষরক্ষা হয়নি। দিল্লির পক্ষে বল হাতে সফল আনরিখ নর্টিয়ে (৩/৩৩)।