ব্যাটে-বলে সফল বিদেশি ব্রিগেড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কব্যাট হাতে কুইন্টন ডি কক, কিয়েরন পোলার্ড। বলে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন। দলগত পারফরম্যান্সের জোরেই সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে ফিরে পেল পয়েন্ট টেবলের শীর্ষস্থান। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০৮ রান তুলেছিল মুম্বই। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৪ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।
রবিবারের ম্যাচে রান পাননি অধিনায়ক রোহিত শর্মা (৬)। কিন্তু সূর্যকুমার যাদব (১৮ বলে ২৭) এবং ঈশান কিষাণকে (২৩ বলে ৩১) সঙ্গে নিয়ে মুম্বইকে এগিয়ে নিয়ে যান ডি কক। ৩৯ বলে ৬৭ রান করে তিনি ফেরার পর হাল ধরেন পোলার্ড (১৩ বলে ২৫ অপরাজিত) এবং হার্দিক পাণ্ড্য (১৯ বলে ২৮)। শেষ চার বলে ২০ রান করে মুম্বইকে দু’শোর গণ্ডি পার করে দেন ক্রুনাল পাণ্ড্য।
ইনিংসের প্রথম ১০ ওভারে ৯৫ রান তুলে ম্যাচের রাশ ধরে নিয়েছিল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো (১৫ বলে ২৫) ও মণীশ পাণ্ডে (১৯ বলে ৩০) আউট হয়ে গেলেও দলকে টানছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৪৪ বলে ৬০)। কিন্তু তারপরেই আটকে যায় সানরাইজার্স। বোল্ট (২/২৮) ও প্যাটিনসনের (২/২৯) বোলিং-এর সামনে আটকে যায় হায়দরাবাদ। ৪১ রান দিয়ে দু’উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা।