• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রেকর্ড গড়ে জয় চেন্নাইয়ের

অবিচ্ছিন্ন ১৮১ রান ওয়াটসন-দু প্লেসির

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কামব্যাক বোধহয় একেই বলে! টানা তিন ম্যাচে হার। তারপর ১০ উইকেটে জিতে শাপমুক্তি। এভাবেই আইপিএল ২০২০-তে ফিরে এল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৭৮ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ১৪ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় ধোনি অ্যান্ড কোং। চলতি আইপিএলে এই প্রথম দুবাইতে জিতল পরে ব্যাট করা দল।

দলে একগুচ্ছ পরিবর্তন করে এদিন নেমেছিল পাঞ্জাব। তবে এদিনও দলে জায়গা পাননি ক্রিস গেইল। প্রথম উইকেটে ৬১ রান তুলে দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন কে এল রাহুল (৫৩ বলে ৬৩) এবং মায়াঙ্ক আগরওয়াল (১৯ বলে ২৬)। মিডল অর্ডারে রানের গতি বাড়িয়েছিলেন মনদীপ সিং (১৬ বলে ২৭) এবং নিকোলাস পুরান (১৭ বলে ৩৩)। কিন্তু মন্থর পিচে ১৭৮-এর বেশি তুলতে পারেনি পাঞ্জাব।

শেন ওয়াটসন এবং ফ্যাফ দু প্লেসিকে কোনওরকম সমস্যায় ফেলতে পারেননি পাঞ্জাব বোলাররা। ১৭.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ম্যাচের সেরা ওয়াটসন ৫৩ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। ৫৩ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন দু প্লেসি। তাঁদের জুটির অবিচ্ছিন্ন ১৮১ রান চেন্নাইয়ের পক্ষে যে কোনও উইকেটে সর্বোচ্চ রান।  

     

বিজ্ঞাপন

Goto Top