• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভাইটালিটি ব্লাস্ট চ্যাম্পিয়ন নটিংহ্যাম

অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন ড্যান ক্রিশ্চিয়ান

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নটিংহ্যাম। ফাইনালে সারেকে ছ’উইকেটে হারাল তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬ ওভারে সাত উইকেটে ১২৭ রান তুলেছি সারে। ৪৭ বলে ৬৬ রান করেন জেসন রয়। ২৩ বলে ৪৩ রান লরি ইভান্সের। মাত্র ২৩ রানে চার উইকেট নিয়ে সারে ইনিংসকে ভাঙতে মুখ্য ভূমিকা নেন অজি অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। নটিংহ্যাম ১৩.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় (১২৯/৪) অ্যালেক্স হেলস প্রথম বলেই আউট হয়ে যান। কিন্তু অপর ওপেনার বেন ডাকেট ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। পিটার ট্রেগো করেন ২১ বলে ৩১ রান। শেষদিকে ক্রিশ্চিয়ানও ব্যাট হাতে ১১ বলে ২১ রান করেন। ম্যাচের সেরা তিনিই।  

     

বিজ্ঞাপন

Goto Top