ধোনিদের ভাবাচ্ছে রাসেলের চনমনে মেজাজ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপাঁচ দিনের মধ্যে তৃতীয় ম্যাচ। তাও তিনটি আলাদা শহরে। স্বাভাবিকভাবেই কিছুটা ক্লান্তি রয়েছে নাইট শিবিরে। কিন্তু দলের শরীরী ভাষায় তার ছাপ নেই। আগের ম্যাচে কিছুটা বিশ্রাম পেয়ে চনমনে মেজাজে আন্দ্রে রাসেল। আর সেই মেজাজে ভর করেই চেন্নাই-বধের ছক কষছে নাইট রাইডার্স।
সোয়াই মান সিং স্টেডিয়ামের মন্থর পিচে রান পেয়েছে ওপেনিং জুটি। যা চেন্নাই ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে রাখছে নাইটদের। কারণ, চিপকের পিচও যথেষ্ট মন্থর এবং নিচু বাউন্সের। যা গত দু’ম্যাচে সমস্যায় ফেলেছে ধোনিদের। আর সেই জায়গাতেই তিন স্পিনারের ছকে বাজিমাত করার ছক কষছেন দীনেশ কার্তিকরা। যদিও ঠিক কোন সময় থেকে স্পিনারদের আক্রমণে নিয়ে আসা হবে তা নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেনি নাইটদের থিঙ্কট্যাঙ্ক। কারণ, সেন ওয়াটসনের ওপেনিং পার্টনার ফ্যাফ দু প্লেসি স্পিনের বিরুদ্ধে যথেষ্ট স্বচ্ছন্দ। তাই তাঁকে আটকানোর দায়ত্ব বর্তাতে পারে হ্যারি গার্নির উপর। বাড়তি চিন্তার জায়গা অবশ্যই চেন্নাই অধিনায়কের ফর্ম। পরিস্থিতি বুঝে দুর্দান্ত ব্যাট করছেন। আগের দু’ম্যাচে চেনা মেজাজে দেখা গিয়েছে মাহিকে। ডেথ ওভারে তাঁর হেলিকপ্টার শট আটকানোও বড় চ্যালেঞ্জ নাইটদের কাছে। নাইট রাইডার্স ওপেনারদের জন্যও অপেক্ষা করে রয়েছে বড় পরীক্ষা। নেপথ্যে দীপক চাহর। গতি এবং সুইংয়ের মিশেলে যিনি ক্রমাগত সমস্যায় ফেলছেন বিপক্ষকে। যার জেরে চেন্নাইয়ের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে থমকে যাচ্ছে রানের গতি। নতুন বল হাতে ভেলকি দেখাচ্ছেন হরভজনও। সঙ্গে রয়েছে ইমরান তাহিরের বুদ্ধিদীপ্ত লেগস্পিন। যা সামলানোর দায়িত্ব থাকছে রবিন উথাপ্পার উপর।
একসময় শাহরুখ মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে নাইটদের বলেছিলেন, “তোমাদের কাছে কোনওদিন কিছু চাইনি। কিন্তু আমার সম্মানের জন্য অই ম্যাচটা জিতে দেখাও।“ কিং খানের মতো প্রায় একই ঢঙে নাইটদের তাতাচ্ছেন কার্তিক। মঙ্গলবার যিনি ‘ঘরের মাঠ’ চিপকে মুখোমুখি হচ্ছেন ধোনি অ্যান্ড কোং-এর। স্পিন আক্রমণকে হাতিয়ার করে ঘুঁটি সাজাচ্ছে দু’দলই। পয়েন্ট টেবলে এক আর দু’নম্বরের লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।