• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অনুশীলন শুরু করল বাংলা

মাঠে নামলেন মহিলা ক্রিকেটাররাও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঘরোয়া মরশুম কবে শুরু হবে, আদৌ হবে কি না তা নিয়ে জোরালো প্রশ্ন রয়েছে। হলেও রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির মধ্যে সবগুলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই পরিস্থতিতেও শুরু হয়ে গেল আগামী মরসুমের জন্য বাংলা দলের প্রস্তুতি সোমবার থেকে ট্রেনার সঞ্জীব দাসের তত্ত্বাবধানে ইডেনে ওয়ার্কআউট আর জিম করলেন বাংলার ক্রিকেটাররা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ-সহ কিছু খেলোয়াড় রাজ্যের বাইরে রয়েছেন। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, ঈশান পোড়েলরা আইপিএলে ব্যস্ত। ফলে ১৫ জন ক্রিকেটার এদিনের অনুশীলনে অংশ নিয়েছেন উল্লেখ্য, অতিমারীর কারণে গত ছ’মাস অনুশীলনে নামতে পারেননি বাংলার খেলোয়াড়রা।

পাশাপাশি, অনুশীলন শুরু করল বাংলার সিনিয়র মহিলা দলও। সোমবার ইডেনে হাজির ছিলেন ১৪ জন মহিলা ক্রিকেটার। তাঁদের চারটি গ্রুপে ভাগ করে সমীরণ নাথের তত্ত্বাবধানে চলেছে প্রস্তুতি।

     

বিজ্ঞাপন

Goto Top