• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

‘মানকাদিং’ এড়ালেন অশ্বিন, বড় জয় দিল্লির

রাবাদা, অক্ষর, নর্টিয়ের দাপটে পর্যুদস্ত কোহলিরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২০১৯ আইপিএল। রাজস্থান রয়্যালসের মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের রবিচন্দ্রন অশ্বিন বল করার আগেই নন-স্ট্রাইকিং এন্ডের ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাজস্থান জস বাটলার। রান আউট করতে দেরি করেননি অশ্বিন। যাকে অনেক প্রাক্তনই ‘অখেলোয়াড়োচিত’ বলেছিলেন। কিন্তু অশ্বিন দাবি করেছিলেন, তিনি ক্রিকেটের আইন মেনেই কাজ করেছেন।

তবে দিল্লি ক্যাপিটালসে এসে আর ‘মানকাদিং’-এর পুনরাবৃত্তি করতে পারলেন না অশ্বিন। নেপথ্যে কোচ রিকি পন্টিং-এর হুঁশিয়ারি। আর তার জেরেই রক্ষা পেলেন পান্টারের উত্তরসূরি অ্যারন ফিঞ্চ। সোমবার অশ্বিন বল করার আগেই ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার। কিন্তু বাগে পেয়েও তাঁকে রান আউট করেননি অশ্বিন।

তাতে অবশ্য দিল্লির জয় আটকায়নি। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯৬ রান করেছিল শ্রেয়স আইয়ারের দল। দিল্লিকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন পৃথ্বী শ’ (২৩ বলে ৪২) এবং শিখর ধাওয়ান (২৮ বলে ৩২)। শেষদিকে চালিয়ে খেলে দলকে দু’শোর কাছে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস (২৬ বলে ৫৩ অপরাজিত) এবং ঋষভ পন্থ (২৭ বলে ৩৭)।

১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাঙ্গালোর শুরু থেকেই চাপে পড়ে যায়। বিরাট কোহলি (৩৯ বলে ৪৩) কিছুটা চেষ্টা চালালেও উল্টোদিক থেকে সাহায্য পাননি। বরং বাড়তে থাকা আস্কিং রেটের চাপকে কাজে লাগিয়ে ব্যাঙ্গালোরকে কোণঠাসা করে দেন কাগিসো রাবাদা (৪/২৪), অক্ষর পটেল (২/১৮), আনরিখ নর্টিয়েরা (২/২২)। তার জেরেই ন’উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালোর। ৫৯ রানে জিতে নেট রানরেট অনেকটাই চাঙ্গা করে নিল দিল্লি।

     

বিজ্ঞাপন

Goto Top