• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত বুমরা, জিতল মুম্বই

৪৭ বলে ৭৯ রান সূর্যকুমার যাদবের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ছ'মাস মাঠের বাইরে। সময় লাগছিল আড়ষ্টতা কাটতে। চলতি আইপিএলের শুরুতে ফর্মও সঙ্গ দিচ্ছিল না। মঙ্গলবার সেসব কাটিয়েই ছন্দে ফিরলেন জসপ্রীত বুমরা। চার ওভারে ২০ রান খরচ করে তুলে নিলেন চার উইকেট। আর সেই আগুনে বোলিংয়ের জোরেই রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯৩ রান করেছিল মুম্বই। জবাবে ১৩৬-এই অল আউট রাজস্থান। গত কয়েকটি আইপিএলে যারা মুম্বইয়ের কঠিনতম প্রতিপক্ষ হিসাবে দেখা দিয়েছিল।

কুইন্টন ডি কক (১৫ বলে ২৩) এবং অধিনায়ক রোহিত শর্মা (২৩ বলে ৩৫) মেজাজেই শুরু করেছিলেন। কিন্তু পরপর দু'বলে রোহিত ও ঈশান কিষাণকে ফিরিয়ে মুম্বইকে বিপদে ফেলে দেন শ্রেয়স গোপাল। মাঝের ওভারে ক্রুনাল পাণ্ড্যকে নামানোর স্ট্র‍্যাটেজি কাজে লাগেনি। তবে সূর্যকুমার যাদব (৪৭ বলে ৭৯ অপরাজিত) এবং হার্দিক পাণ্ড্যর (১৯ বলে ৩০ অপরাজিত) মারমুখী ব্যাটিং দু'শোর দোরগোড়ায় পৌঁছে দেয় চারবারের চ্যাম্পিয়নদের।

দলীয় ১২ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল, অধিনায়ক স্টিভ স্মিথ এবং সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে গোড়াতেই বিপদে পড়ে যায় রাজস্থান। জস বাটলার (৪৪ বলে ৭০) এবং জোফ্রা আর্চার (১১ বলে ২৪) কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বুমরা ছাড়াও বল হাতে সফল জেমস প্যাটিনসন (২/১৯) এবং ট্রেন্ট বোল্ট (২/২৬)। দুরন্ত ক্যাচে নজর কেড়েছেন কিয়েরন পোলার্ড ও পরিবর্ত ফিল্ডার অনুকূল রায়।

তবে যার পরিবর্তে অনুকূল ফিল্ডিং করলেন সেই সূর্যকুমারকে নিয়ে কিছুটা চিন্তায় মুম্বই। আর্চারের বাউন্সার হেলমেটে লাগায় মাথায় চোট পেয়েছিলেন তিনি। রাজস্থান ইনিংসের প্রায় পুরো সময়টাই মাথায় আইসপ্যাক দিয়ে কাটয়েছেন। তবে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানিয়েছেন, চোট গুরুতর নয়। 

 

     

বিজ্ঞাপন

Goto Top