• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় গোলাপি বলেই প্রথম টেস্ট কোহলিদের

টিম ইন্ডিয়ার জন্য চার্টার্ড বিমান; জটিলতা বাড়াচ্ছে কুইন্সল্যান্ড সরকারের নীতি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১০ নভেম্বর শেষ হচ্ছে আইপিএল। তারপর দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানিয়েছে, সম্ভবত ২৬ নভেম্বর থেকে ব্রিসবেনে একদিনের সিরিজ দিয়ে শুরু হবে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর। সিরিজের বাকি দু’টি ম্যাচও হবে ব্রিসবেনেই। ২৮ ও ৩০ নভেম্বর। ৪, ৬ ও ৮ ডিসেম্বর তিনটি টি-২০ ম্যাচ হবে অ্যাডিলেডে। এরপর অ্যাডিলেডেই গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কোহলি অ্যান্ড কোং। ১৭ থেকে ২১ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট দিয়েই শুর হবে সফরের শেষ পর্ব। রীতি মেনে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বক্সিং ডে’ টেস্ট। তবে সিডনির ‘নিউ ইয়ার’ টেস্ট শুর হবে কিছুটা দেরিতে। সাধারণত, ২ বা ৩ জানুয়ারি শুরু হয় এই টেস্ট। তবে এবার তা অনুষ্ঠিত হচ্ছে ৭ থেকে ১১ জানুয়ারি। ব্রিসবেনে সিরিজের শেষ টেস্ট ১৫ থেকে ১৯ জানুয়ারি।

জৈব সুরক্ষাব্যবস্থায় যাতে কোনওরকম ফাঁক রাখতে নারাজ বিসিসিআই। তাই দুবাই থেকে চার্টার্ড বিমানে স্যার ডনের দেশে যাবেন কোহলিরা। তবে ঠিক কোন দিন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া পৌঁছবে তা এখনও নিশ্চিত নয়। আর সেখানেই সমস্যা। কারণ। অস্ট্রেলিয়ার যে অংশে ব্রিসবেন অবস্থিত সেই কুইন্সল্যান্ডে কোয়্যারান্টাইন নিয়ে স্থানীয় প্রশাসনের মনোভাব যথেষ্ট কড়া। কুইন্সল্যান্ডের বাইরে থেকে আসা যে কোনও ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে পাঠানো হচ্ছে ১৪ দিনের কোয়্যারান্টাইনে। কুইন্সল্যান্ড সরকার যদি এমনই কঠোর নীতিতে অনড় থাকে তাহলে ১২ নভেম্বর অস্ট্রেলিয়া পৌঁছতেই হবে কোহলিদের।

     

বিজ্ঞাপন

Goto Top