• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মাহির জায়গায় পন্থকেই চান লারা

বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে ভোট পাচ্ছেন রাহুল

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন কে? ইতিমধ্যেই ঋষভ পন্থের পক্ষে ভোট দিয়েছেন আশিস নেহরাসঞ্জয় বাঙ্গার। এবার একই সুর ব্রায়ান লারা গলায়। ক্যারিবিয়ান কিংবদন্তি বলছেন, “যথেষ্ট দায়িত্ব নিয়ে ইনিংস গড়ছে পন্থ। বড় রান করার দিকে ঝোঁক রয়েছে ওর। পন্থকেই ধোনির পরে ভারতের এক নম্বর উইকেটরক্ষক বলা যায়পন্থ যেভাবে ওয়াইড বলকে অফের দিকে সরে গিয়ে লং অফ আর কভারের মধ্যে দিয়ে খেলছে তা প্রশংসনীয়

প্রসঙ্গত, ধোনির অনুপস্থিতিতে জাতীয় দলে যথেষ্ট সুযোগ পেয়েছেন পন্থ। কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তাঁর ধারাবাহিকতার অভাব। তার জেরেই সীমিত ওভারের ম্যাচে ধোনির বদলি হিসাবে উঠে আসছে কে এল রাহুলের কথা। কিন্তু লারা রাহুলকে পুরোদস্তুর উইকেটরক্ষক হিসাবে নম্বর দিতে রাজি নন। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে রাহুলকে দলে রাখতে চান ত্রিনিদাদের রাজপুত্র।

উল্লেখ্য, চলতি আইপিএলে পন্থ এখনও পর্যন্ত. গড়ে৭১ রান করেছেন।

     

বিজ্ঞাপন

Goto Top