দলের সঙ্গেই রয়েছেন মার্কিন পেসার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন আমেরিকার পেসার আলি খান। কিন্তু বুধবার জানা গিয়েছিল যে তিনি চোট পেয়েছেন। তাই তাঁকে ছেড়ে দিচ্ছে নাইট শিবির। কেকেআরের তরফে সরকারি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, আলি খানের আইপিএল অভিযান এ বারের মতো শেষ। যদিও পাক বংশোদ্ভূত এই ক্রিকেটারের চোট কোথায়, সে ব্যাপারে বিশেষ কিছু বলা হয়নি। পরে অবশ্য কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘‘আলি নিজেই চোট পেয়েছে। বিষয়টা দুর্ভাগ্যজনক। ওকে ছেড়ে দেওয়া হয়নি। দলের সঙ্গেই রাখা হয়েছে আলিকে। আমরা ওর সেরে ওঠার অপেক্ষায় রয়েছি।’’
এ বারের আইপিএলের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ভাল বল করে সাড়া পেলে দিয়েছিলেন আলি। তার পরেই তাঁকে দলে নেয় কেকেআর।