ভুবনেশ্বরকে না পাওয়ায় চিন্তিত ওয়ার্নার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইপিএলে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১০ বার। কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে চার বার। এ বারের আইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগছে হায়দরাবাদ। পাঁচটি ম্যাচ খেলে জয় মাত্র দু’টিতে। হার তিনটি। তারা রয়েছে ছয় নম্বরে। অন্য দিকে, কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে মাত্র একটি ম্যাচে। লিগ টেবিলে সবার শেষে রয়েছে কোচ অনিল কুম্বলের দল।
বৃহস্পতিবার দুবাই স্টেডিয়ামে নামার আগে দু’দলের বোলিংয়ের অবস্থাই বেশ খারাপ। চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। কিংস ইলেভেন বোলিংয়েও শিবরাত্রির সলতের মতো একমাত্র জ্বলছেন মহম্মদ শামি। বাকি বোলারদের মধ্যে শেল্ডন কটরেল বা ক্রিস জর্ডান কেউই এ পর্যন্ত নজর কাড়তে পারেননি।
সানরাইজার্সের বোলিংয়ে অন্যতম ভরসা সে ক্ষেত্রে রশিদ খান। তাঁর দেশ আফগানিস্তানের আর এক স্পিনার মুজিব-উর-রহমানকে খেলাচ্ছে না কিংস ইলেভেন। ফলে রশিদ ভার্সাস লোকেশ রাহুলের লড়াই একটা বড় মাত্রা যোগ করতে পারে এই ম্যাচে। কেলতে পারেন ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেলও। তবে উল্টোদিকেও পাওয়ার হিটার রয়েছেন। সানরাইজার্স ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো জুটি নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণকেই চূর্ণ করতে পারেন। সব মিলিয়ে বড় লড়াই দেখার অপেক্ষা।
কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ, দুবাই স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।