ফিরতে পারেন শনিবারের ম্যাচে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম পাঁচ ম্যাচে দলে ছিলেন না। কিংস ইলেভেন পাঞ্জাবের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার কথা ছিল ক্রিস গেইলের। কিন্তু পেটের গণ্ডগোল শেষ মূহুর্তে দল থেকে ছিটকে দিয়েছিল তাঁকে। কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে ওয়ার্নারদের বিরুদ্ধে নামতে পারেননি গেইল।
ছ’ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে পাঞ্জাব। বাকি আর আটটি ম্যাচ। প্লে-অফে উঠতে হলে এর মধ্যে অন্তত ছ’টি ম্যাচে জিততে হবে পাঞ্জাবকে। দল যে অবস্থায় রয়েছে তাতে একমাত্র গেইলই অঘটন ঘটাতে পারেন। এই পরিস্থিতিতে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গেইলকে মাঠে নামাতে মরিয়া পাঞ্জাব। অতীতে বহুবার নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠেছেন ‘ইউনিভার্স বস’। এবারও সেরকম কিছু হয় কিনা সেটাই দেখার। অন্তত পাঞ্জাব সমর্থকরা বুক বাঁধছেন সেই আশাতেই।