“প্রয়োজনে ১২০ স্ট্রাইক রেটে খেলব”
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচলতি আইপিএলের প্রথম শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংসই আইপিএল ২০২০-এর প্রথম জয় এনে দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। কিন্তু তারপর থেকেই রান তোলার গতিতে ভাঁটা পড়েছে কে এল রাহুলের। আর অধিনায়কের উপর অতিরিক্ত নির্ভরতা ডোবাচ্ছে দলকেও।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৯ রান করেছিলেন রাহুল। কিন্তু নিয়েছিলেন ৫৪ বল। টি-২০ ক্রিকেটে যা যথেষ্ট মন্থর ব্যাটিং। একই ছবি দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংস ম্যাচেও। ৫২ বলে করেছিলেন ৬৩ রান। বাকি ম্যাচগুলিতেও দলের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে রাহুলের স্ট্রাইক রেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯ বলে ১৭, দিল্লি ক্যাপিটালস ম্যাচে ১৯ বলে ২১। আর বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১ রান করতে নিয়েছেন ১৬ বল।
বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা যতই সরব হন না কেন, রাহুল নিজে বিশেষ ভাবিত নন। বলছেন, “স্ট্রাইক রেট নিয়ে বড় বেশি আলোচনা করা হয়। দলের জয়ে আমি নিজে কী ভূমিকা নিতে পারলাম সেটাই বড় ব্যাপার। যদি দেখি দলের জয়ের জন্য ১২০ স্ট্রাইক রেট রেখে খেলা প্রয়োজন, তাহলে তাই করব। তবে প্রত্যেকের মতোই আমারও ভুল হয়। সেই ভুল থেকেই অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসাবে শিখি।“
এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, পাঞ্জাবকে জয়ের পথে ফেরাতে পারেন একমাত্র ক্রিস গেইল। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে গেইল ওপেন করলে পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগাতে পারবে পাঞ্জাব। সেক্ষেত্রে তিন নম্বরে নেমে নিজের স্বাভাবিক ব্যাটিং করতে পারবেন রাহুল।