নাইটদের বিরুদ্ধে ধোনির ব্যর্থতার জের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আশানুরূপ পারফর্ম করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। হার হজম করতে হয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিংসকেও। আর তার জেরেই ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হল ধোনির পাঁচ বছরের কন্যা জিভাকে।
সংশ্লিষ্ট টুইটটিতে চূড়ান্ত অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে জিভাকে। যা নিয়ে ধিক্কারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, প্রিয় দলের সঙ্গে আনুরাগীদের আবেগ অবশ্যই জড়িয়ে থাকে। কিন্তু তার অর্থ এই নয় যে খেলোয়াড়দের পরিবারকে এভাবে আক্রমণ করা যাবে। একটি ছ’বছরের শিশু এমন বিকৃতকাম মন্তব্যের শিকার হওয়ায় যথেষ্ট চটেছেন তাঁরা। ফুঁসছেন সমাজকর্মীরাও। সংশ্লিষ্ট টুইটটি যিনি করেছেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাটিতে অশনিসঙ্কেত দেখছেন। তাঁদের মত, হাথরস-কাণ্ড নিয়ে প্রশাসন যেরকম ঢিলেঢালা মনোভাব দেখিয়েছে তাতেই পরোক্ষ মদত পাচ্ছে পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিকৃতকাম দুষ্কৃতিরা।