জৌলুস হারাতে পারে আইপিএল ২০২০
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচরিত্র বদলাচ্ছে শারজার পিচের। চলতি আইপিএলে এই প্রথম দু’দলের কেউই দু’শো রানে পৌঁছতে পারল না। যে শারজায় ২০০ রান প্রায় গড়ে পরিণত হয়েছিল সেখানে বিষয়টি কিছুটা অবাক করেছে বিশেষজ্ঞদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে যেভাবে রানের গতি কমছে তা দলগুলিকে নতুনভাবে চিন্তাভাবনা করতে বাধ্য করছে। শুক্রবারই যেমন প্রথম ১৭ ওভারে ১৪৯ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ তিন ওভারে ৩৫ রানের বেশি তুলতে পারেনি তারা। রান তাড়া করতে গিয়ে রাজস্থান আরও বিপাকে পড়েছিল। বল ব্যাটে আসতে যথেষ্ট সময় নিচ্ছিল। যার জেরে তারা আটকে ফিয়েছিল ১৩৮ রানেই।
বিশেষজ্ঞরা অবশ্য তার জন্য দায়ী করছেন আরব মুলুকের আবহাওয়াকেই। সেপ্টেম্বরে যখন আইপিএল শুরু হত তখন দুবাই, আবু ধাবি, শারজা – তিন শহরেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। অত্যধিল চাপে পিচের ঘাস শুকিয়ে যাচ্ছিল। কমে যাচ্ছিল পিচের আর্দ্রতাও। অক্টোবরে তাপমাত্রা কিছুটা কমেছে। কিন্তু একই পিচে এত ঘনঘন ম্যাচ খেলার জেরে পিচের মন্থরতা বেড়েই চলেছে।
উল্লেখ্য, আইপিএলের শুরু থেকেই দুবাই এবং আবু ধাবির তুলনায় বেশি রান উঠছিল শারজায়। যার জন্য দর্শকরা শারজার ম্যাচই বেশি উপভোগ করছিলেন। কিন্তু এবার শারজার ২২ গজও বেঁকে বসায় কিছুটা ফিকে হতে পারে আইপিএলের জৌলুস।