রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককেরালা ও রেলের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার এম সুরেশ কুমার শনিবার সকালে তাঁর আলাফুজার বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর ছেলে দেখতে পেয়ে সকালে পুলিশে খবর দেন। রেলে কর্মরত ছিলেন সুরেশ।
বাঁ-হাতি স্পিনার সুরেশ ১৩ বছর বয়স থেকেই চোখে পড়েছিলেন তাঁর দুর্দান্ত ফ্লিপারের জন্য। ১৯৯০-এর দশকের শুরুতে প্রথমবার প্রথম শ্রেণির ম্যাচ জেতে কেরল। তামিলনাড়ুর বিরুদ্ধে সেই জয়ে সুরেশ ১২ উইকেট নিয়েছিলেন। যার মধ্যে ছিলেন ডব্লু ভি রমন ও রবিন সিং।
১৯৯১-৯২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি টেস্ট ও দু’টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন সুরেশ। যে দলের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। বিপক্ষে ছিলেন ম্যাথু হার্ট, স্টিফেন ফ্লেমিং ও ডিওন ন্যাশরা।
৭২ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬০০ এর বেশি রান করেন তিনি ১টি শতরান সহ, ১৯৬ টি উইকেট পান। কিন্তু সুরেশের দুর্ভাগ্য, জাতীয় দলে সুযোগ পাননি। কারণ, সেই সময় ভারতীয় দলে যথেষ্ট সংখ্যক স্পিনার ছিলেন। তাঁর মৃত্যুতে কেরালার ক্রিকেট মহল শোকস্তব্ধ।