কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পর রিপোর্ট করলেন আম্পায়াররা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসমস্যা পিছু ছাড়ছে না কলকাতা নাইট রাইডার্সের। আন্দ্রে রাসেলের পর এবার দলের আরেক গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ান সদ্যকে নিয়ে সমস্যায় দল। আরও একবার ‘সন্দেহজনক’ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে সুনীল নারাইনের বিরুদ্ধে। শনিবার আবু ধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পর নারাইনের অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়াররা। তাতে অবশ্য নারাইনের বোলিং করা আটকাচ্ছে না। কিন্তু চলতি আইপিএলে আবার যদি তাঁর বিরুদ্ধে একই অভিযোগ ওঠে তাহলে এবারের প্রতিযোগিতায় আর বল করতে পারবেন না তিনি। যা রীতিমতো বেকায়দায় ফেলে দিতে পারে নাইটদের। টিম ম্যানেজমেন্ট অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে। যোগাযোগ করা হয়েছে লেস্টারের এক বায়োমেকানিক বিশেষজ্ঞের সঙ্গে। যাতে তাঁর সাহায্য নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা কাটিয়ে উঠতে পারেন নারাইন।
প্রসঙ্গত, নারাইনের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০১৪ সালে আইপিএল এবং চ্যাম্পিয়নস লিগ টি-২০ চলাকালীন একই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অ্যাকশন শোধরাতে গিয়ে ২০১৫ বিশ্বকাপে খেলতে পারেননি নারাইন। ২০১৫ আইপিএলেও ফের তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বছরেরই নভেম্বরে তাঁর বোলিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। ২০১৬ সালের এপ্রিলে অ্যাকশন শুধরে ফিরে এসেছিলেন। ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগেও ‘চাকিং’-এর অভিযোগ উঠেছিল নারাইনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ কার্ল ক্রো-এর সাহায্য নিয়েছিল নারাইন। কিন্তু বারবারই ফিরে এসেছে সমস্যা। এবার জল কতদূর গড়ায় সেটাই দেখার।