• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যাঙ্গালোরকে জেতাল কোহলির অপরাজিত ৯০

বল নজর কাড়লেন ক্রিস মরিস এবং ওয়াশিংটন সুন্দর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

নিষ্প্রাণ পিচ। কিন্তু সেই পিচেও যে রান তোলা যায় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বিরাট কোহলি। আগের ম্যাচে অপরাজিত ৭২ রান করে ফর্মে ফিরেছিলেন। আর শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেললেন ৫২ বলে ৯০ রানের চোখধাঁধানো ইনিংস। যা দুবাইয়ের মন্থর পিচে যে কোনও শতরানের চেয়ে বেশি দামী। আর সেই ইনিংসে ভর করেই মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং-কে ৩৭ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ইনিংসের প্রথমার্ধে রানের গতি বাড়াতে পারেননি দেবদত্ত পাড়িক্কল (৩৪ বলে ৩৩), অ্যারন ফিঞ্চ (৯ বলে ২), এবি ডে ভিলিয়ার্স (০), ওয়াশিংটন সুন্দররা (১০ বলে ১০)। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৭৫ রান যোগ করে ব্যাঙ্গালোরকে চার উইকেটে ১৬৯ রানে পৌঁছে দেন কোহলি এবং শিবম দুবে (১৪ বলে ২২)।

চেন্নাই ব্যাট করতে নেমে ২৫ রানের মধ্যে শেন ওয়াটসন (১৮ বলে ১৪) এবং ফ্যাফ দু প্লেসির (১০ বলে 8) উইকেট হারায়। আম্বাতি রায়ুডু (৪০ বলে ৪২) এবং নটরাজন জগদীশন (২৮ বলে ৩৩) তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করলেও রানের গতি বাড়াতে পারেননি। কিন্তু ধোনি (৬ বলে ১০), স্যাম কারান (০), রবীন্দ্র জাদেজা (৬ বলে ৭), ডোয়েন ব্রাভো (৫ বলে ৭) কেউই দলকে জয়ের রাস্তা দেখাতে পারেননি। চেন্নাইকে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা নেন ক্রিস মরিস (৩/১৯) এবং ওয়াশিংটন সুন্দর (২/১৬)। তার জেরেই আট উইকেটে ১৩২ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।

     

বিজ্ঞাপন

Goto Top